Murshidabad SIR 2025 স্কুলে ডিউটি আবার এসআইএর SIR ফর্ম বিলি! দুটো কাজ একসাথে কী ভাবে সম্ভব? অন ডিউটি ছাড়া কাজ করা অসম্ভব! এই দাবিতে SIR আবহে বাড়ি বাড়ি যাওয়ার আগেই বিক্ষোভে ফেটে পড়লেন বুথ লেভেল অফিসার BLO-রা। মঙ্গলবার বিএলও-দের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লক অফিসে। সেখানে Election OC তাপস কুমার বিশ্বাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিএলও- দের একাংশ।
BLO SIR Form ফর্ম পেয়ে কী বলছেন বিএলওরা ? আছে “ভয়’?
Murshidabad SIR 2025 কী অভিযোগ BLO- দের?
Murshidabad SIR 2025 এই ব্লকে মোট বিএলও সংখ্যা ১৫৬ জন। তাদের মধ্যে বেশ কয়েকজন এদিন বিক্ষোভ দেখান ব্লক অফিসে। বিক্ষোভরত বিএলও- রা জানান, স্কুলে পড়ানোর পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চালানো এক প্রকার অসম্ভব! এছাড়াও ফর্ম নিয়েও সঙ্কট রয়েছে। তালিবপুর হাই প্রাইমারির শিক্ষিকা, বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন কেয়া রায়। তিনি জানান, ৪ তারিখ হয়ে গেলেও ফর্ম হাতে পান নি। মাত্র তিনশোটি ফর্ম দেওয়া হয়েছে। এই সংখ্যক ফর্ম নিয়ে কতবার একই কাজ করবেন? এদিকে স্কুল ছেড়ে আসার জন্য প্রধান শিক্ষকরাও অসন্তুষ্ট হচ্ছেন। এই পরিস্থিতিতে অন ডিউটি ধরা হোক, পর্যাপ্ত পরিমাণে ফর্ম দেওয়া হোক।

Murshidabad SIR 2025 সমস্যার কথা জানান তালিবপুর হাই প্রাইমারি স্কুলের আরেক শিক্ষক মহম্মদ আলিফ। তিনি বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে স্কুলের কাজের বাইরে এসআইআর এর কাজ করতে হবে। কিন্তু কীভাবে হবে? প্রশিক্ষনে বিডিওকে জিজ্ঞেস করলেও স্পষ্টভাবে কোন উত্তর দিতে পারেন নি। অন ডিউটি ছাড়া কাজ করতে পারব না। স্কুল না গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া তাকে বোঝানো, ফর্ম সংগ্রহ করে আবার online এ তথ্য দেওয়া। কাজটা সম্পূর্ণ করতে গেলে স্কুল আওয়ারের মধ্যে স্কুল করে সম্ভব নয়!। কাজ করব, কিন্তু সেই কাজ করার দরুন অন ডিউটি দিতে হবে। সু ব্যবস্থা করার জন্য বিডিও- র কাছে আবেদন জানানো হচ্ছে বারবার।
Murshidabad SIR মুর্শিদাবাদে BLO দের SIR নিয়ে ট্রেনিং’এ কী হল ?

Murshidabad SIR 2025 বিএলও- দের বিক্ষোভ প্রসঙ্গে কী প্রতিক্রিয়া ব্লকের সমিতি এডুকেশন অফিসারের?
Murshidabad SIR 2025 ভরতপুর ২ নম্বর ব্লকের সমিতি এডুকেশন অফিসার SEO বাপ্পাদিত্য মণ্ডল জানান, বিক্ষোভ নয়। কয়েকজন শিক্ষক তাদের অন- ডিউটি কাজটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ওনারা ওনাদের বক্তব্য বলেছেন, ওনাদের বোঝানো হয় বিষয়টি। ফর্ম না পাওয়ার বিষয়টিতে বিএলও দের বক্তব্য ছিল যে পুরো ফর্ম পাওয়া গেলে কাজ করতে সুবিধা হবে। যেহেতু ফর্ম ছাপানোর দিকটা জেলা প্রশাসন থেকে হচ্ছে, ওনারা যে সংখ্যাটা দিয়েছেন সেই সংখ্যাটা বিএলও-দের দেওয়া হয়েছে।









