Murshidabad SIR 2025 এসআইআর নিয়ে প্রশাসনিক তৎপরতার সাথে রাজনৈতিক দল গুলির মধ্যেও শুরু হয়েছে তৎপরতা। দলীয় নেতা কর্মী থেকে বিএলএ ২ দের নিয়ে প্রশিক্ষণ ও সচেতনতা শিবির করছে তৃণমূল কংগ্রেস । এর মাঝে চড়ছে রাজনীতির পারদ। শনিবার কান্দিতে কান্দি বিধানসভা ও বড়ঞা বিধানসভায় জনপ্রতিনিধি ও বিএলএ ২ দের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে তৃণমূল। সভা শেষে সাংবাদিক বৈঠকে এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে সূর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুণঃ ceowestbengal voter list 2002 কমিশনের নতুন সাইটে ২০০২ এর ভোটার লিস্ট
Murshidabad SIR 2025 এসআইআর নিয়ে কী বলছে তৃণমূল ?
তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেছেন, ” এসআইআর’এর নামে এনআরসি করার, ডি-ভোটার তৈরি করার চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের কর্মীরা সজাগ থাকবে। বিএলও’রা মাঠে ময়দানে কাজ করবেন। বিএলও’দের ছায়াসঙ্গী হয়ে থাকবে বিএলএ”।
Murshidabad SIR 2025 তৃণমূলের পালটা বিজেপি
অন্যদিকে এসআইআর নিয়ে পথে নেমেছে বিজেপিও। শনিবার সন্ধ্যায় লালবাগ পাঁচরাহা মোড়ে পথসভা করে বিজেপি। সভা শেষে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেছেন, ” তৃণমূলে সিএএ-এনআরসিকে ঘিরে মানুষকে উস্কিয়ে ছিল। তৃণমূল সেই আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। রাজ্যকে অশান্তি করার চক্রান্ত করছে”।















