Murshidabad SIR মুর্শিদাবাদের বেলডাঙায় এক মহিলার মৃত্যুতে এসআইআর SIR ঘিরে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপিকেই দুষছে তৃণমূল কংগ্রেস। বিজেপির নিশানায় তৃণমূল। জানা গিয়েছে বেলডাঙার সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন বছর ৫৫ সাকিলা বিবি। ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকলেও স্বামীর নাম ভুল ছিল তাঁর। পরিবারের সদস্যদের দাবি স্বামীর নাম ভুল থাকায় কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন সাকিলা বিবি। রবিবার ভোরে সুরুলিয়া এলাকায় মালগাড়ির সামনে ঝাঁপ দেন মহিলা। ঘটনাস্থলেই প্রাণ যায় তাঁর।
আরও পড়ুনঃ Bihar Vote 2025 বিহারের ফলে SIR কেই দুষছে তৃণমূল ?
Murshidabad SIR বিজেপিকে দুষছে তৃণমূল
এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। তৃণমূল দুষছে বিজেপিকে। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার দাবি করেন এই মৃত্যুর জন্য দায়ি বিজেপি । অপূর্ব সরকার বলেছেন, ” আজকের এই মৃত্যুর দায় কার ? এতো মানুষ আতঙ্কিত হচ্ছে । বাংলার বিজেপি নেতারা যেভাবে রোহিঙ্গা খুঁজছে, ওপারে টপকে ফেলে দেওয়ার কথা বলছে। এই আতঙ্কের পরিবেশ বিজেপি ক্রমাগত তৈরি করছে। মরার উপর খাঁড়ার ঘা ভুলে এসআইআর” । তাঁর দাবি , এসআইআরের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে এই লিস্ট ভুলে ভরা অনেকেরই নাম, পদবি, বাবার নাম মিলছে না । সেই আতঙ্কের কারণেই সাকিলা বিবি ওই সিদ্ধান্ত নিয়েছেন।
Murshidabad SIR তৃণমূল আতঙ্কে ভুগছেঃ বিজেপি
যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়েছে। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেছেন, ” তৃণমূল বিহার নির্বাচনের পর আতঙ্কে ভুগছে। সেজন্য যে কোনও মৃত্যুই তাঁদের কাছে এসআইআরে আতঙ্কে মৃত্যু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছেন। সেই আতঙ্কে মানুষ কিছু করে থাকলে তার দায় মমতা ব্যানার্জির। আমাদের নয়”।















