এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Silk Hub: সিল্ক হাব, এমএসএমইতে জেলায় ১৪ কোটি

Published on: December 2, 2025
Murshidabad Silk Hub

Murshidabad Silk Hub জঙ্গলে ঢেকেছে রেজিনগর শিল্পতালুক, টিমটিমে সলতে স্টিল কারখানা

Murshidabad Silk Hub মুর্শিদাবাদের নদ নদী খাল বিল সংস্কারের অভাবে শুকিয়ে যাচ্ছে। জলসম্পদে সমৃদ্ধ মুর্শিদাবাদকে (Murshidabad) এগিয়ে নিয়ে যেতে জলাশয়গুলিতে জল সঞ্চার ও ব্যবহার প্রয়োজন। একসময় ইংরেজদের টাকা ধার দেওয়া জগত শেঠের মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলার তকমা পায়। একসময় বাংলা, বিহার ওড়িশার রাজধানী। ইতিহাস সমৃদ্ধ মুর্শিদাবাদের শুকনো নদীতে কি এবার জল সঞ্চার হতে চলেছে? জেলায় সিল্কের হাব হতে চলেছে, এমএসএমইতে (MSME) বিনিয়োগ হচ্ছে ১৪ কোটি।

Murshidabad Silk Hub রাজ্য ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্র উদ্যোগ দফতরের পক্ষ থেকে একদিনের কর্মশালায় বহরমপুরে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, এই জেলা এমএসএমই-র কর্মশালায় অংশ নেওয়ার নিরিখে প্রথম। জেলা শিল্পকেন্দ্র থেকে শুক্রবার পাওয়া তথ্য অনুযায়ী, এবছর (২০২৫-২৬ অর্থ বর্ষে) মুর্শিদাবাদ জেলায় বিনিয়োগ হয়েছে ১৪ কোটি টাকার বেশি। কর্মসংস্থান হয়েছে ১৬০০ জনের।
Murshidabad Silk

আরও পড়ুনঃ MSME Berhampore: চাকরি ছেড়ে ঋণ নিয়ে ব্যবসা করে কোটিপতি বহরমপুরের সঞ্জয়

Murshidabad Silk Hub জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার স্বপন প্রামাণিক বলেন, এবছর আমরা দুটি ক্লাস্টার হস্তান্তর করেছি। একটি কাঁঠালিয়া পাড়ায় মৃৎশিল্পের। গত ৫ আগস্ট হয়েছে। সেখানে ৬০০ জন সুবিধাভোগী রয়েছেন। সরকার ১ কোটি ১ লক্ষ ৩ হাজার টাকা মঞ্জুর করে। খাগড়ার কাঁসা সংক্রান্ত ‘খাগড়া ব্র্যাস অ্যান্ড বেল মেটাল ক্লাস্টার’। কালিকাপুর কাশিমবাজারে ওই ক্লাস্টার গত ৫ সেপ্টেম্বর হস্তান্তর করা হয়েছে। এখানেও ৩ কোটি ১৬ লক্ষ ৬৭ হাজার টাকার কজ মঞ্জুর হয়েছে। ৭০ জন ব্যবসায়ী জড়িত।

Murshidabad Silk Hub এছাড়া আরেকটি ক্লাস্টার তৈরি হচ্ছে বহরমপুরে। সেখানে ‘উডেন ফার্নিচার ক্লাস্টার’। সেখানে বিদ্যুৎ ও অন্যান্য কাজ চলছে। ১ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার টাকা মঞ্জুর হয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যজাবে। সেখানে যন্ত্রপাতির জন্যে আরও ২ কোটি টাকা দরকার। কাঠের এই ক্লাস্টারের জন্যে টেন্ডার হবে ডিসেম্বরে।

Murshidabad Silk Hub এদিকে বস্ত্র দফতরের নির্বাহী আধিকারিক রাজীব কুমার ঘোষ মধ্যবংগ নিউজকে জানান, মুর্শিদাবাদে গরদ ও কোরিয়ালের হাব তৈরি করা হবে। তার রূপরেখা চলছে। সূত্রের খবর, তাতে গুরুত্ব দেওয়া হবে মুর্শিদাবাদ সিল্ক যাতে ভিন রাজ্যে ও আন্তর্জাতিক বাজার দখল করতে পারে সেদিকে। তবে কবে এর বাস্তবায়ন হবে? সেই বিষয়ে নিশ্চয়তা না পাওয়া গেলেও ইংরেজির আগামী বছরেই এটা সম্পূর্ণ করবার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Murshidabad Silk Hub কিন্তু কী অবস্থা জেলার একমাত্র শিল্প তালুক রেজিনগর শিল্প তালুকে?

সূত্রের খবর, সেখানে নতুন ভাবে কাজ করবার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখন সেখানে একা কুম্ভ রক্ষা করছে একটি মাত্র স্টিলের কারখানা। বেশিরভাগ জঙ্গলে ঢেকে গিয়েছে। আপ্রোচ রোড খারাপ। বিদ্যুৎ নেই। নিরাপত্তার সমস্যা। জিনিস চুরি হয়ে যাচ্ছে। প্রায় ১৪৩ একর জমি পড়ে আছে শিল্পের ফসলের অপেক্ষায়। কিন্তু কেন হয়নি বা হচ্ছে না, সেই উত্তর অবশ্য সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে পাওয়া যায়নি। মুর্শিদাবাদ চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক স্বপন প্রামাণিক বলেন, পলসন্ডার কাছে একটি শিল্প তালুক গড়বার প্রস্তাব আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। এই জেলায় দূষণ নিয়ন্ত্রণের কোনও অফিস নেই। ছুটতে হয় মালদায়। শিল্পের উন্নয়নের জন্যে তা করা দরকার।

Murshidabad Silk Hub এখন নিষিদ্ধ হলেও হাতির দাঁত থেকে মুর্শিদাবাদ সিল্কের রমরমার জন্যে মুর্শিদাবাদের বাণিজ্য খ্যাতি সুপ্রসিদ্ধ ছিল। সঙ্গে নবাবি আমলের ইতিহাস। এখন মুর্শিদাবাদ সহ সমগ্র রাজ্য, দেশে বেকারত্ব ক্রমশ বাড়ছে। বিশেষ করে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের বাড়ার প্রধান কারণ বেকারত্ব। একইসঙ্গে অপ্রশিক্ষিত হওয়ায় পেটের টানে বিদেশে নানা উপায়ে গিয়ে পড়ে থাকছেন ওই পরিযায়ী শ্রমিকরা। লটারির মতো টাকা লাভ করতে পারলে ভালো। না হলে অমানবিক ব্যবহারের শিকার হয়ে জীবনও হারাতে হচ্ছে। ভেসে যাচ্ছে পরিবারগুলি। মুর্শিদাবাদ জেলাবাসীর স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ কি পথ খুলবে? না কি লাল ফিতের ফাঁসে, রাজনীতির ভোট বাজারে তা দিয়ে ফের শীত ঘুমে চলে যাবে, তার উত্তর অবশ্য সময় দেবে। তবে শুকনো ভূমিতে জলের রেখা দেখা গিয়েছে বলে মনে করছে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now