Murshidabad ফরাক্কা থেকে হরিহরপাড়া কী দাবীতে পথে সারা ভারত কৃষক সভা?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad ২২ শে জুলাই ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে রাস্তাঘাট সহ সাধারণ মানুষের সমস্যা নিয়ে বিক্ষোভ সমাবেশ CITU সারা ভারত কৃষক সভা, DYFI, ক্ষেতমজুর ইউনিয়নের। ১৫ দফা দাবী নিয়ে হয় বিক্ষোভ সমাবেশ। নিশিন্দ্রা কাটান ব্রিজ নির্মাণ তৈরির দাবী থেকে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর করা একগুচ্ছ দাবী নিয়ে সরব সংগঠনের নেতা কর্মীরা।

Murshidabad  ফরাক্কার পাশাপাশি এদিন বিকেলে হরিহরপাড়াতেও কর্মসূচী সারাভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন হরিহরপাড়া থানা কমিটির। হয় মিছিল, সভা।  সিপিএম নেতা ইনসার আলী বিশ্বাস জানান,  ১৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্থার প্রতিবাদে, কৃষকের লাভজনক ফসলের দামের দাবীতে, ক্ষেত মজুরদের ১০০ দিনের কাজের দাবীতে জমি মাফিয়াদের দৌরাত্মের বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয়।