ভাঙনে তলিয়ে গেল ৩০ টি বাড়ি, আতঙ্কে ঘুম উড়েছে ধূলিয়ানের লালপুরের বাসিন্দাদের Ganga erosion destroys 30 homes at Dhulian

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ সামসেরগঞ্জঃ সামসেরগঞ্জে  ভাঙনে তলিয়ে গেল ৩০ টি বাড়ি  । সোমবার  থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে ধুলিয়ান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। ভাঙনের আশঙ্কার আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে যেতে দেখা যায় অনেককে।

ভাঙনের আশঙ্কার আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে যেতে দেখা যায় অনেককে।

মঙ্গলবার রাত্রেও ফের শুরু হয় ভয়াবহ ভাঙন । স্থানীয়রা জানাচ্ছেন,  গত দুদিনে লালপুর এলাকায় প্রায় ২৫ থেকে ৩০টি বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গা ভাঙনে। এখনও প্রায় ২৫ থেকে ৩০ টি বাড়ির বাসিন্দারা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।

বালির বস্তা ফেলা হচ্ছে ভাঙন রোধে। ধূলিয়ান।

নদীর ভাঙনের জেরে অনেকে রাতের খুম উড়েছে, কখন ভাঙনে তলিয়ে যাবে সেই আশঙ্কায় রাত জাগছে অনেকে। গৃহহীন পরিবার গুলি কেউ নদী পারেই ত্রিপল খাটিয়ে, কেউ আবার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। কয়েকটি পরিবার আবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।

 

সাময়িক ভাবে বালির বস্তা ফেলা হচ্ছে ভাঙন রোধে, যদিও তা নিয়েও ক্ষোভে খুসছে ভাঙন দুর্গত বাসিন্দারা।সোমবার থেকে চলছে ভাঙন, গৃহহীনরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি, কেউ সরকারি স্কুলে কেউ আবার ত্রিপল খাটিয়ে গঙ্গা পারেই ।