Murshidabad Samabai মুর্শিদাবাদে বিধানসভা ভোটের আগে তৃণমূলে হার

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Samabai  বছর পেড়োলেই বিধানসভা ভোট। তার আগে মুর্শিদাবাদে সমবায় ভোটে হার তৃণমূলের। হার হল তৃণমূলের অফিশিয়াল প্যানেলের। বুধবার নির্বাচন হয় আয়েসবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড AYESH BAG S.K.U. LTD সমবায়ে। ভোটে ৯ টি আসনের মধ্যে ৯ টিতেই জেতে “ ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চ”। ৬ টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূলের অফিশিয়াল গ্রুপ। ফল প্রকাশিত হতে দেখা যায়, ভোটে হেরেছে তৃণমূলের অফিশিয়াল প্যানেল। জিতেছে ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চর প্রার্থীরা। যদিও তৃণমূলের স্থানীয় নেতাদের দাবি, জিতেছেন তাঁরাই। তবে উলটো সুর শোনা গিয়েছে, মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গলায়। এই নির্বাচন নিয়ে সিপিএম এবং স্থানীয় তৃণমূলের মধ্যে জোটের অভিযোগ তুলেছেন তিনি।

Murshidabad Samabai  এই সমবায় পরিচালনা নিয়ে উঠেছিল প্রায় ২৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ২০২০ সালে বন্ধ হয়ে যায় সমবায় ব্যাঙ্ক। সমবায় নির্বাচনের দাবিতে আদালতের দারস্থ হয় ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চ। অবশেষে আদালতের নির্দেশে হয় ভোট। এই সমবায়ে বুধবার ভোট দিয়েছেন ৩৫৮ জন। কড়া পুলিশি পাহাড়ায় হয় নির্বাচন।


এই নির্বাচন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের Abu Taher Khan  দাবি, “ এখানে সমবায় সমিতি সেখানে হঠাৎ করে দেখলাম সিপিএম এর সঙ্গে একটা আঁতাত হয়ে যাচ্ছে। অথচ আমরা কেউ বুঝতে পারছিনা নেতৃত্ব থেকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিপিএমকে ৫ টা সিট ছেড়ে দিতে হচ্ছে। সিপিএম এর কিছুই নাই। আর চারটে নিচ্ছে তৃনমূল। দুর্ভাগ্যের বিষয়। যারা নেতৃত্বে আছে এই ধরনের ঘটনা ঘটালে দায়দায়িত্ব তো আমাদের কাঁধেই আসে। এটা লজ্জার এবং দুঃখের”।

Murshidabad Samabai  যদিও ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চের আহ্বায়ক কল্যাণ কুমার নাগ দাবি করেছেন, এই নির্বাচনে স্থানীয় ভাবে সব দলের মানুষও সমবায় রক্ষা করতে মঞ্চের শামিল হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চ লড়াই করছে। এই জয় ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চের জয়।

See also  ধর্মঘটে স্তব্ধ ছবি ডোমকলে