Murshidabad Samabai  আয়েসবাগে TMCকে হারাতে জোটে CPM-TMC ! তরজা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Samabai হারল তৃণমূল। বলছেন তৃণমূলের এক পক্ষের নেতারা। বলছেন, অন্যায় হয়েছে। আবার তৃণমূলেরই  অন্য পক্ষ সেই হারের পর খেলল  সবুজ আবির। সিপিএমের যদিও দাবি, জিতেছে তারা। বিজেপির নিশানায় দুই দল। বিজেপির সুরেই সুর মেলাচ্ছে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে সমবায় ভোটের ফল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

Murshidabad Samabai বুধবার  মুর্শিদাবাদে  সমবায় ভোটে  জয় হয়েছে   ক্ষতিগ্রস্থ আমানতকারী  ঐক্যমঞ্চের । এই জয়ের পর  প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সিপিএম- তৃণমূল জোটের অভিযোগ। তুঙ্গে তরজা।  বিধানসভা ভোটের আগেই  মুর্শিদাবাদ জেলায় তৃনমূলের প্যানেলের  হার! তারপর, তৃণমূলের পতাকা উড়িয়েই উল্লাস। তৃণমূলের দাবি, ৮ আসনে জিতেছে তারাই।

Murshidabad Samabai শাসকের   হারের পরেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ।   ২৪ শে সেপ্টেম্বর আয়েসবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায়ে ভোটের ফল নিয়ে দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে সিপিএমের সঙ্গে জোট করার অভিযোগ এনেছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান।

Murshidabad Samabai তৃনমূল সাংসদ  যখন দাবি করছেন  সিপিএম, তৃনমূল জোটের। তখন  সেই উড়িয়েছেন  সিপিএম এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা।  বিভ্রান্তি ছড়ানোর পাল্টা অভিযোগ তাঁর।  সমবায়ে দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই সরব সিপিএম। সিপিএমের দাবি, তৃণমূলের বিরুদ্ধেই লড়াই হয়েছে।   যদিও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের অফিশিয়াল  সোস্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে  পোস্ট করে দাবি করা হয়েছে , সমবায় ভোটে জিতেছে তৃণমূলই। একই দাবি, স্থানীয় তৃণমূল নেতাদের।  বুধবার ভোটের পর তৃণমূলের ঝান্ডা নিয়ে হয় উল্লাসও।

Murshidabad Samabai আয়েসবাগ সমবায় বহুকাল ধরেই চর্চায়। কোটি কোটি টাকা  দুর্নীতির অভিযোগে ২০২০ সালেই বন্ধ হয়ে যায় এই সমবায় ব্যাঙ্ক। ঋণ খেলাপির  অভিযোগ ওঠে ২০১৬ নির্বাচনে তৃণমূলের প্রার্থী অসীম কৃষ্ণ ভট্টের বিরুদ্ধে।  সমবায় নির্বাচনের দাবিতে আদালতের দারস্থ হয় ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চ। অবশেষে আদালতের নির্দেশে  ভোট হয় বুধবার। এই ভোটে ৯ টি আসনের মধ্যে ৯ টিতেই জেতে  ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চ।  ৬ টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূলের অফিশিয়াল গ্রুপ।  প্রার্থী দেয় বিজেপি।  ফল প্রকাশিত হতে দেখা যায়, ভোটে হেরেছে তৃণমূলের অফিশিয়াল প্যানেল।  জিতেছে ক্ষতিগ্রস্থ আমানতকারী ঐক্যমঞ্চর প্রার্থীরা।  এই মঞ্চে রয়েছেন সব দলের কর্মীরাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৯ জনের প্যানেলে ছিল সিপিএম এবং তৃণমূল সমর্থকদের নাম।  জয়ের পর উল্লাসও করতে দেখা গিয়েছে স্থানীয় তৃণমূল প্রার্থীদের।

See also  Berhampore News: বহরমপুরের ইন্দ্রপ্রস্থে রাস্তার ধারে পড়ে ভ্রুণ ! নেই মাথা

Murshidabad Samabai তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, এই প্যানেল- সিপিএম তৃণমূলের যৌথ প্যানেল। সিপিএম- তৃণমূল জোটের  সমালোচনায় সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সুর চড়িয়েছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে। অন্যদিকে সমবায় ভোটে জোট নিয়ে ,  প্রাক্তন সাংসদ অধির চৌধুরীর দাবি, এটা স্থানীয় স্তরের ধান্দাবাজির রাজনীতি। ৬ মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মুর্শিদাবাদ জেলায় সমবায় ভোটের ফল নিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল নিয়ে তুঙ্গে চর্চা।  আয়েসবাগ সমবায় ভোটের  প্রভাব কি পড়বে আসন্ন ভোটে? উঠছে প্রশ্ন।