Murshidabad Sabala Mela মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মুর্শিদাবাদ জেলা সবলা মেলায় মিষ্টি প্রেমীদের আকর্ষণ ‘ল্যাংচা বাজার’। যেমন সাইজ, তেমন স্বাদ, শীতের সন্ধ্যায় গরম গরম ল্যাংচা খেতেই ভিড় আট থেকে আশির। স্টল দাতা গণেশ ঘোষ বলছেন- প্রতিদিন হাজার হাজার টাকার ল্যাংচা বিক্রি হচ্ছে। শক্তিগড়ের ল্যাংচার সাথেই মিহিদানা, সীতাভোগের চাহিদাও থাকে তুঙ্গে।
Murshidabad Sabala Mela কলকাতা থেকে বর্ধমান বা বর্ধমান থেকে কলকাতা- যাওয়ার পথে রাস্তায় আসে শক্তিগড়। এই শক্তিগড়েই বিরতি নেন বহু মানুষ। বিরতি নিয়ে সারেন জলযোগ। আর সেই জলযোগে প্রায় সবার পাতেই যে খাবারটি চোখে পড়ে সেটা হল ‘লাংচা‘। পূর্ব বর্ধমানের সীমানা ছাড়িয়ে সারা রাজ্যে জনপ্রিয় শক্তিগড়ের ল্যাংচা। এই বিখ্যাত লাংচাই এই প্রথম এল মুর্শিদাবাদের মাটিতে।
Murshidabad Sabala Mela রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে গত শুক্রবার থেকে শুরু হয়েছে জেলা সবলা মেলা। সেই মেলাতেই এই প্রথম শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার স্টল রয়েছে। যেমন সাইজ তেম্ন দামও। বিশাল বড় আকারের এক পিস ল্যাংচার দাম- ৫০০ টাকা। আকার অনুযায়ী- ৫০ টাকা, ১০ টাকা দর রয়েছে এই জনপ্রিয় মিষ্টির।
Murshidabad Sabala Mela স্টল দাতা গণেশ ঘোষ আরও বলেন, ” এই প্রথম মুর্শিদাবাদে এসেছেন। ল্যাংচা সহ অন্যান্য মিষ্টি খাঁটি গাওয়া ঘিয়ের। শক্তিগড় থেকে মিষ্টি তৈরি করে আনা হয়েছে। মিষ্টির চাহিদা অত্যন্ত বেশী আগামী বছরেও স্টল দেওয়ার পরিকল্পনা থাকবে”।
Murshidabad Sabala Mela মুর্শিদাবাদের মাটিতেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা খাওয়ার সুযোগ হাতছাড়া করছেন না মিষ্টি প্রেমীরা। মেলা ঘুরতে এসেই ল্যাংচায় কামড় দিচ্ছেন খুশি মনে। স্টলে উপচে পড়ছে ভিড়।