Murshidabad Run এক দৌড়ে বহরমপুর থেকে লালবাগ ! কী বার্তা এই অভিযানে ?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Run শান্তি, সবুজ ও ঐতিহ্যের বার্তা নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার শীতের সকালে শুরু হল ‘সবুজের জন্য দৌড়’ প্রতিযোগিতা। পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রবিবার ভোরে বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ময়দান থেকে শুরু হয় এই দৌড়। ‘সবুজ বাঁচলে, তবেই বাঁচবে পৃথিবী’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়। গাছ লাগান, প্রাণ বাঁচান—এই বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

Murshidabad Run প্রতিযোগিতার সূচনা করেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিত ধর, লালবাগ কলেজের অধ্যক্ষ ডঃ সুপম মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ইন্দ্রজিত ধর বলেন, “পরিবেশ রক্ষার জন্য এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষ সচেতন হবে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা বাড়বে।” অধ্যক্ষ ডঃ সুপম মুখার্জী বলেন, “এই ধরনের ইভেন্ট আমাদের পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষামূলক।”

Murshidabad Run তাঁরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিযোগিতায় প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। ঐতিহাসিক ওয়াশিফ মনজিলের সামনে শেষ হয় এই ম্যারাথন দৌড়। প্রথম স্থান অর্জন করেন মালদার বাসিন্দা সুজন ঘোষ, দ্বিতীয় হন বহরমপুরের মোস্তাফা সেখ এবং তৃতীয় স্থান অধিকার করেন লালবাগের বাসিন্দা বিপ্রজিত ধর। প্রথম স্থানাধিকারী সুজন ঘোষ বলেন, “এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি খুবই আনন্দিত। পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শীতের সকালে এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দু’ধারে বহু উৎসুক মানুষের ভিড় লক্ষ করা যায়। আয়োজকরা জানান, আগামী বছরও এই দৌড় প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।