Murshidabad Road দু’বার উদ্বোধন হলেও তৈরি হয়নি রাস্তা। বেহাল রাস্তা। গ্রামে ঢোকেনা এম্বুলেন্স। খাটিয়ায় তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অন্তঃসত্ত্বাকে । ভাইরাল ভিডিওতে এমনই ছবি উঠে এলো সুতি-১ ব্লকের Suti -01 Block হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে। পারাইপুর গ্রামে দক্ষিণপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে এই এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বরাদ্দ হয় ৩৯ লক্ষ টাকা। তবে প্রায় ১৬ মাস পেরিয়ে গেলেও তৈরি হয়নি রাস্তা। এতেই সমস্যায় পরতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে এলাকার বাসিন্দাদের।
Murshidabad Road স্থানীয় বাসিন্দা সাহেব সেখ বলেন, বিধায়ক ইমানি বিশ্বাস Emani Biswas নারকেল ফাটিয়ে রাস্তার কাজের উদ্বোধন করে যাওয়ার পরেও হল না রাস্তা। প্রায় ১৬ মাস হলে গেলেও রাস্তা তৈরি হয়নি। কেউ অসুস্থ হলে গ্রামে ঢুকতে পাড়ছে না অ্যাম্বুলেন্স। ছোট ছোট শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। অন্তসত্ত্বা মা বোন হাসপাতালে নিয়ে যেতে খাটিয়ায় ভয়সা। তাঁর আরও দাবী এই গ্রাম এখনও ১৯৪৭ সালেই পরে রয়েছে।
Murshidabad Road এলাকার আশা কর্মী সাবিনা খাতুন বলেন, এলাকায় কেউ অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পরতে হয়। সার্ভে হোক বা অন্য কোন কাজে গেলে নানান সমস্যায় পরতে হয়। এখান থেকে হাসপাতাল ২০ কিলোমিটার দূরে। কোন অন্তসত্ত্বাকে হাসপাতালে নিয়ে যেতে খাটিয়ায় ভয়সা। খাটিয়ায় নিয়ে আসার আগেই বাড়িতেই অনেকের ডেলিভারি হয়ে যায়।
এই এক কিলোমিটার রাস্তার কাজের দু-দুবার উদ্ধার করা হলেও, তৈরি হয়নি রাস্তা। যদিও এনিয়ে সুতি ১ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা তথা স্থানীয় তৃণমূল নেতা আসগার আলীর দাবী, পঞ্চায়েত থেকে প্রশাসনিক স্তরে জানালেও কোন লাভ হয়নি। দুবার রাস্তার উদ্বোধন হলেও রাস্তা তৈরি না হওয়ায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পথশ্রী থ্রিতে এই রাস্তা হওয়ায় কথা থাকলেও না হওয়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না।
Murshidabad Road স্থানীয়দের প্রশ্ন, কবে মুক্তি মিলবে এমনই বেহাল রাস্তা থেকে। পথশ্রী প্রকল্পের হতশ্রী দশা দেখে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দারের মধ্যে।













