Murshidabad Road কান্দিতে মুখোমুখি টোটো-স্টেট (SBSTC) বাস ! গেল ২ প্রাণ। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়সা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল । প্রাণ গেল ২ জনের । একটি স্টেট বাসের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আরও পড়ুনঃ Kandi News নদী থেকে বালি চুরি! বড়সড় র্যাকেট ধরা পড়ল কান্দিতে
Murshidabad Road ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় । পরে আরও এক জনের মৃত্যু হয় আরও তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, রাস্তায় নিরাপত্তার অভাবের কারণেই দুর্ঘটনা।









