এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Road: মুর্শিদাবাদে সাড়ে ৬০০ রাস্তার শিলান্যাস, বরাদ্দ ৫৫৩ কোটি

Published on: December 11, 2025
Murshidabad Road

Murshidabad Road  মোট ১০৪৫ কিমি রাস্তা পথশ্রী ৪.০ তে

Murshidabad Road বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার রাজ্যজুড়ে ২০ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। কৃষ্ণনগর থেকে রাজ্যজুড়ে পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের শিলান্যাস করেন তিনি। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় হতে চলেছে সাড়ে ৬০০ টি রাস্তা। তার জন্যে বরাদ্দ ৫৫৩ কোটি টাকা। মোট ১০৪৫ কিমি রাস্তা হবে। পাড়ায় সমাধান ক্যাম্পে অনেকে রাস্তার বিভিন্ন প্রকল্প জমা দিয়েছিলেন। এর মধ্যে সেই রাস্তাও রয়েছে। এদিন বহরমপুরে জেলাশাসকের কার্যালয় থেকে বাংলার শপথ ট্যাবলোর উদ্বোধন করা হয়। যা জেলাজুড়ে ঘুরবে। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সংখ্যালঘু দফতরের সচিব পিবি সেলিম।

আরও পড়ুনঃ Murshidabad Road: মুর্শিদাবাদের কোন কোন রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী?

Murshidabad Road

Murshidabad Road জেলাশাসক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পথশ্রী ৪.০। এর আগে পথশ্রীর তিনটি ধাপে রাস্তা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। মুখ্যমন্ত্রী নদীয়া জেলা থেকে রাজ্যের রাস্তাগুলির শিলান্যাস করেছেন। সেই ক্রমে জেলায় সাড়ে ৬৫০টি রাস্তার মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে। এই রাস্তার জন্যে বরাদ্দ করা হয়েছে ৫৫৩ কোটি টাকা। সাড়ে ৬০০ স্কিমে ১০৪৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। আজ থেকে তার প্রচার শুরু হয়েছে, শিলান্যাস শুরু হয়েছে। সব ব্লক থেকেই আজকে পথশ্রী রাস্তার শিলান্যাস হয়েছে। এদিন মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকে আমরা সদরের অনুষ্ঠান হিসেবে সেখানে একটি রাস্তার শিলান্যাস করব।

Murshidabad Road কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, গ্রামীণ রাস্তার উন্নয়নে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায় ৬৫০টি রাস্তা। যার টেন্ডার প্রক্রিয়া বেশ কয়েকটির শেষ হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখতারুজ্জামান বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, গ্রামীণ বাংলা গ্রামীণ বলে কিছু থাকছে না। থাকছে রাস্তা ও উন্নত পরিষেবা। একটি শহরের সঙ্গে গ্রাম জুড়তে গেলে রাস্তার প্রয়োজন আছে। আজকে চতুর্থ ধাপে বাংলাব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার মুখ্যমন্ত্রী নদীয়ার কৃষ্ণনগর থেকে শিলান্যাস করলেন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now