Murshidabad Road: পাড়ায় সমাধানে হয় নি সমাধান ! অল্প বৃষ্টিতেই কানুপুরে এই দশা রাস্তার,

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এ যেন রাস্তা না খাল বুঝে ওঠার উপায় নেই। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রাস্তা। রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের কানুপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে সেই রাস্তা দিয়েই । কানুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে গিয়েছে জেলা পরিষদের পিচ রাস্তা। তক্ষক , বাঘা , ঘোরশালা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন । জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ অন্যতম মাধ্যম এই রাস্তা। তবে অল্প বৃষ্টিতেই রাস্তার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ থেকে পথচারীরা। সকলের একতাই দাবি দ্রুত মেরামত করা হোক রাস্তা।

এক বছর আগে স্যাংশন হলেও এখনও কোন রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , পাড়ায় সমাধানে এই রাস্তা সংস্কারের আর্জি জানিয়েছিলেন গ্রামের মানুষ । হয়েছিল টেন্ডারও। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আপতকালীন কিছুটা সংস্কারের কাজ করা হলেও কাজ আপাতত বন্ধ রয়েছে । জেলা পরিষদকে জানানো হয়েছে এবং রাস্তা তৈরির আশ্বাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রঘুনাথগঞ্জ ব্লকের বিডিও এমডি আবু তৈয়ব ।