মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ যাদবপুর কান্ডে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের এক যুবক । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় নতুন করে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবক । এই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মোট ১২ জন ছাত্র ও প্রাক্তনীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গ্রেফতার করা হয়েছে হিমাংশু কর্মকার নামের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণিত নিয়ে পড়াশোনা করেছেন হিমাংশু । ওই ছাত্রের আসল বাড়ি মুর্শিদাবাদের সমশেরগঞ্জের নিমতিতায় ।এলাকায় মেধাবী ছাত্র হিসেবে সুনাম রয়েছে হিমাংশুর। এছাড়াও গ্রেফতার হয়েছেন রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র শেখ নাসিম আখতার । গ্রেফতার করা হয়েছে সত্যব্রত রায় নামের কম্পিউটার সায়েন্সের এক চতুর্থ বর্ষের ছাত্রকে। পুলিশ সূত্রে খবর তিনজনকেই জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।
এবার যাদবপুর কান্ডে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক , যাদবপুরের প্রাক্তনী
Published By: Madhyabanga News |
Published On:
