এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Recruitment কী শর্তে মুর্শিদাবাদে সরকারি চাকরি ? ২২ পদে নিয়োগ

Published on: November 24, 2024
Murshidabad Recruitment

Murshidabad Recruitment মুর্শিদাবাদে এবার ২২ টি পদে নিয়োগ। বহরমপুরে ডিএম অফিসে এবং এসডিও অফিস, ব্লক অফিসে ২২ টি পদের জন্য হবে নিয়োগ। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি । তবে রয়েছে একটি শর্ত। রাজ্য সরকার Government of West Bengal বা কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে অবসরপ্রাপ্তরাই  করতে পারবেন চাকরির আবেদন। রিটায়ারমেন্টের পরেও পাওয়া যাবে চাকরির সুযোগ । মুর্শিদাবাদে ডিএম অফিসে এবং বিভিন্ন ব্লক অফিসে নিয়োগের সুযোগ।

Murshidabad Recruitment আবেদন কবে ?

৬ ডিসেম্বরের মধ্যে বহরমপুরে ডিএম অফিসে Office of The District Magistrate & Collectorate Berhampore জমা করতে হবে আবেদন। “রিটায়ার্ড কনট্রাকচুয়াল ক্লার্ক” হিসেবে নিয়োগ পাবেন অবসরপ্রাপ্তরা। জেলায় ২২ টি পদে হবে নিয়োগ।  রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে অবসরপ্রাপ্তরা করতে পারবেন চাকরির আবেদন। প্রতি মাসে মাইনে দশ হাজার টাকা। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। তবে আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের কম। ৩১ অক্টোবরের মধ্যে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা করতে পারবেন আবেদন। ৬ ডিসেম্বর বিকেল ৪ টে অবধি জমা করা যাবে আবেদন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now