Murshidabad Recruitment মুর্শিদাবাদে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ। শুধুমাত্র রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন

Published By: PRIYANKA DEB BISWAS | Published On:

Murshidabad Recruitment  মুর্শিদাবাদ জেলাতেই মিলছে চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং জেলা স্বাস্থ্য অধিকর্তার দপ্তরের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আয়ুষ চিকিৎসক ও মাল্টিপারপাস ওয়ার্কার পদে হবে নিয়োগ। অনলাইনে আবেদন জমা দেওয়া যাচ্ছে  ২৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে। ২২ অক্টোবর অবধি করা যাবে আবেদন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ  রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন ।

Murshidabad Recruitment  বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়ুষ চিকিৎসক (ইউনানি) পদে একটি শূন্যপদ রয়েছে। মাসিক বেতন ৪০ হাজার টাকা। প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইউনানি (BUMS)-এ স্নাতক ডিগ্রি আবশ্যক। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ ইউনানি মেডিসিনে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

একইভাবে, আয়ুষ চিকিৎসক (আয়ূর্বেদ) পদে একটি শূন্যপদ রয়েছে। এখানেও মাসিক বেতন ৪০ হাজার টাকা। বয়সসীমা ২১ থেকে ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ূর্বেদ (BAMS)-এ স্নাতক ডিগ্রি। প্রার্থীকে পশ্চিমবঙ্গ আয়ূর্বেদ পরিষদে রেজিস্ট্রেশন করাতে হবে। আবেদনকারীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।

AYUSH Doctor
ছবিঃ প্রতীকি

Murshidabad Recruitment  এ ছাড়া, মাল্টিপারপাস ওয়ার্কার পদে মোট দুটি শূন্যপদ রয়েছে। একটি ইউনানি বিভাগের জন্য এবং একটি আয়ূর্বেদ বিভাগের জন্য। এই পদের জন্য মাসিক বেতন ১৫ হাজার টাকা। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা কোর্স আবশ্যক। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Murshidabad Recruitment  আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণির জন্য ১০০ টাকা।

নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং কম্পিউটার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করতে হবে https://wbhealth.gov.in/  ওয়েবসাইটে গিয়ে।

See also  Loksabha Election: ১ দফা চেয়েছিল তৃণমূল, ৭ দফায় খুশি অধীর

Murshidabad Recruitment গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • অনলাইন আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১টা
  • নিবন্ধনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫, রাত ১২টা
  • আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫, রাত ১২টা
  • চূড়ান্ত আবেদনপত্র জমার শেষ দিন: ২৪ অক্টোবর ২০২৫, রাত ১২টা

মোট শূন্যপদ চারটি। চিকিৎসক পদে আবেদন করতে পারবেন ২১ থেকে ৫০ বছরের প্রার্থীরা। মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য বয়সসীমা নির্ধারিত হয়েছে ২১ থেকে ৪০ বছর।

Murshidabad Recruitment  বিস্তারিত শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে মূল বিজ্ঞপ্তি জেলা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ Empolyment – মুর্শিদাবাদে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ! জারি বিজ্ঞপ্তি