Murshidabad Recruitment মুর্শিদাবাদে ৯ জন ক্লার্ক নেবে সরকার। তাঁদের জেলা প্রশাসনিক ভবন ছাড়াও মহকুমা ও ব্লক অফিস গুলোতে নিয়োগ করা হবে। জেলা প্রশাসনের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, রিটায়ার্ড চুক্তিভিত্তিক ক্লার্ক পদে Retired Contractual Clerk পদে মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকার/কেন্দ্রীয় সরকার/প্রাক্তন সেনাকর্মী হিসেবে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ সংক্রান্ত শর্তাবলি রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি নং 10935-F(P) তারিখ 05.12.2011 (পরবর্তীতে সংশোধিত) এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী প্রযোজ্য হবে।
Murshidabad Recruitment পদের বিবরণ ও বেতন
পদের নাম: , রিটায়ার্ড চুক্তিভিত্তিক ক্লার্ক Retired Contractual Clerk
শূন্যপদ: ৯টি
বেতন : মাসিক ১০,০০০ টাকা (সাম্মানিক )
যোগ্যতা ও অভিজ্ঞতা
চুক্তিভিত্তিক নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে—
- দপ্তরের বিভিন্ন কাজ ও ক্লারিকাল কাজে অভিজ্ঞতা
- ইংরেজিতে ড্রাফটিং-এর জ্ঞান
Murshidabad Recruitment নিয়োগের মেয়াদ
এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং কর্মদক্ষতা সন্তোষজনক হলে পরবর্তীতে নবীকরণ করা হতে পারে।
বয়সসীমা
চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৬৪ বছরের বেশি হওয়া যাবে না।

Murshidabad Recruitment গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- আবেদন গ্রহণযোগ্য হবে শুধুমাত্র সেই সমস্ত কর্মীদের, যাঁরা ৩১.১২.২০২৫ বা তার আগে অবসরগ্রহণ করেছেন।
- সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। এজন্য নিবন্ধিত চিকিৎসকের মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।
- আবেদনপত্র নির্ধারিত ফর্ম্যাটে জমা দিতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতার নথি এবং PPO-এর কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আরও পড়ুনঃ SSC GD ২৫ হাজার কর্মচারী নেবে এসএসসি । কীভাবে আবেদন ?
Murshidabad Recruitment আবেদন জমা দেওয়ার পদ্ধতি
পূর্ণাঙ্গ আবেদনপত্র একটি সিল করা খামে পাঠাতে হবে বা সরাসরি জমা দিতে হবে—
ঠিকানা:
Office of the District Magistrate & Collector, Murshidabad
Cantonment Road, P.O. & P.S.- Berhampore
Dist.- Murshidabad, Pin-742101
Room No.-208 (General Establishment Section)
আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়া হবে প্রতিদিন (কর্মদিবসে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ
০৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
Murshidabad Recruitment ইন্টারভিউ
ক্ল্যারিকাল কাজের মৌলিক জ্ঞানের উপর ভিত্তি করে জেলা শাসক ও কালেক্টরের দফতরে ওয়াক-ইন-ইন্টারভিউ নেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ ও পদ্ধতি পরবর্তীতে জানানো হবে। সাক্ষাৎকারের দিন প্রার্থীদের অবশ্যই শেষ কর্মস্থল থেকে প্রাপ্ত PPO বা Release Order (যদি PPO না পাওয়া যায়) এবং বৈধ ছবি-সহ পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখের পর নিয়মিতভাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in অথবা ই-মেল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞপ্তির আপডেট খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।















