Murshidabad রহস্যে মোড়া এই বাড়ির সামনেই এখন পুলিশের প্রহরা। মেটাল ডিটেক্টর Metal Detector দিয়ে তল্লাশি চালানো হয় বাড়ির কোনায় কোনায়, রাস্তায়, চারপাশে। শুক্রবার এই এলাকায় ঘটে বোমা বিস্ফোরণ। তীব্র আওয়াজে চমকে ওঠেন এলাকার মানুষ। আহত হন বাড়ির মালিক ফরিদ সেখ। মুর্শিদাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাকুড়তলা রামকৃষ্ণপল্লীতে ফরিদ শেখের বাড়ি এখন ‘হটস্পট’। ঘটনার পর থেকেই দফায় দফায় অভিযান চলছে পুলিশের। পুলিশের কর্তাব্যক্তিরা অভিযান চালাচ্ছেন। সাথে শনিবার সকালে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। সরেজমিনে খতিয়ে দেখা হয় এলাকা।
Murshidabad তল্লাশি চালিয়ে কী উদ্ধার হয়-
Murshidabad তাজা বোমা ও বোমা তৈরির মশলা এবং সরঞ্জাম উদ্ধার করে বম্ব স্কোয়াড। আর কোন বিস্ফোরক আছে কিনা- খতিয়ে দেখা হয়। এদিকে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই ঘটে বিস্ফোরণের ঘটনা। উল্লেখ্য, ঘটনার প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভেও ফেটে পড়েন রামকৃষ্ণপল্লীর বাসিন্দারা। শনিবার সকাল থেকেও থমথমে গোটা এলাকা। এলাকাবাসীরাও আতঙ্কিত। জনবহুল এলাকায় বাড়ির ভেতর এভাবে চলত বোমা বাঁধার কাজ! যা ভেবেই হতবাক সাধারণ মানুষ। ফরিদ সেখের সঙ্গী কারা? বোমা বাঁধার কাজে কারা কারা যুক্ত ? কাদের মদতে চলত কারবার? ঘটনার তদন্ত চলছে।