Murshidabad Ram Mandir অযোধ্যায় রাম মন্দিরের বর্ষপূর্তি দিন কয়েক পরেই। তার আগে মুর্শিদাবাদের মাটিতে রাম মন্দির নির্মাণের নির্ঘণ্ট প্রকাশ হল। মুর্শিদাবাদে রামচন্দ্রের মন্দির ( রাম মন্দির) নির্মাণে ইতিমধ্যেই তৈরি হয়েছে ট্রাস্ট। নাম দেওয়া হয়েছে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকা নন্দ মহারাজ বুধবার বহরমপুরে একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কবে হবে মন্দিরের শিলান্যাস, খুঁটিনাটি বিষয়। অম্বিকা নন্দ মহারাজ জানান, মুর্শিদাবাদে রাম চন্দ্রের মন্দির ( রাম মন্দির) শিলান্যাস করতে চলেছে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। যদিও মুর্শিদাবাদের ঠিক কোন জায়গায় এই রাম মন্দির হবে সেটা এখনও স্পষ্ট করেননি তিনি।
Murshidabad Ram Mandir ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকা নন্দ মহারাজ বলেন, ” আমরা এক মাস আগে থেকে পরিকল্পনা করেছিলাম যে মুর্শিদাবাদের পবিত্র মাটিতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির নির্মাণ করব। এই ঘোষণা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর যারা মনে করেন যে রাম তাদেরই অন্তরের প্রাণ পুরুষ, অন্তরাত্মা, ঘরের ছেলে। যে অধুনা পশ্চিমবঙ্গে বসে মহাকবি কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালি রচনা করেছিলেন, যে পশ্চিমবঙ্গের প্রতিটি অনুতে পরমাণুতে রামচন্দ্র মিশে রয়েছেন, যে মাটিতে শ্রী রামকৃষ্ণ, সাধক রাম প্রসাদ, যে মাটির বিভিন্ন জনপদের নাম শ্রীরামপুর, রাম রাজাতলা! মুর্শিদাবাদেও প্রায় তিন শতাধিক বছর আগেকার ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির রয়েছে এবং মুর্শিদাবাদেরই এক জায়গার নাম রঘুনাথগঞ্জ! সেই নামটিও হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের নাম থেকে।” তিনি আরও বলেন, ” মুর্শিদাবাদে রামচন্দ্রের মন্দির নির্মাণ কার্জে ব্রতী হচ্ছি। ইতিমধ্যেই ট্রাস্ট গঠিত হয়েছে। বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মন্দির নির্মাণের কাজ শুরু হবে। শুভারম্ভের দিন ধার্য হয়েছে আগামী ২২ শে জানুয়ারি ২০২৫। মুর্শিদাবাদ জেলায় ভগবান রামচন্দ্রের প্রথম মন্দিরের ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠান সংগঠিত করব।”
Murshidabad Ram Mandir শিলান্যাসে আমন্ত্রিতদের তালিকায় থাকবেন কারা কারা?
Murshidabad Ram Mandir যে প্রসঙ্গে ট্রাস্টের অধ্যক্ষ জানান, কাকে কাকে আমন্ত্রন জানানো হবে সেটা ভাবনা চিন্তার মধ্যে আছে, কিছু চমকও থাকবে। বলেন, ” এই শিলান্যাস অনুষ্ঠানে জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের বিরোধী দলনেতা, প্রত্যেক পদাধিকারী, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘদিনের প্রাক্তন সাংসদ- মুর্শিদাবাদের ভূমিপুত্র অধীর রঞ্জন চৌধুরীকেও আমন্ত্রন জানানো হবে। বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতারা রয়েছেন , যারা মনে করেন না ধর্ম আফিমের নেশা! তাদের সকলকেই আমরা আমন্ত্রন জানাব। কোন রাজনৈতিক দলমত থাকবে না, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। ”
Murshidabad Ram Mandir মুর্শিদাবাদের মাটিতে রাম মন্দিরের ভূমি পুজোর দিন ২২ শে জানুয়ারি। এই দিনই অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের বর্ষপূর্তি। উল্লেখযোগ্যভাবে সেই দিনটিকেই বেঁছে নেওয়া হয়েছে ট্রাস্টের তরফে।
Murshidabad Ram Mandir উল্লেখ্য, মাস খানেক আগেই রাম মন্দিরের প্রসঙ্গ শোনা গিয়েছিল বিজেপি নেতৃত্বের মুখে! বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন ২০২৫ এর ডিসেম্বরের মধ্যে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা। এবার রাম মন্দির নিয়ে ময়দানে বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট।