Murshidabad Rain ধানের জমিতে দাঁড়িয়ে জল। মুখে হাসি ফুটেছে চাষিদের মুখে । সব্জিতে ক্ষতি হলেও ধানে লাভ হবে এবারের বৃষ্টিতে । নিম্নচাপের জেরে টানা চারদিনের বৃষ্টিতে স্বস্তিতে মুর্শিদাবাদের ধান চাষিরা। দুর্যোগ কেটে আকাশে রোদের দেখা মিলেছে, ধান খেতও ঝলমল করছে। সবুজ, সতেজ হয়েছে ধানের গাছ। মুর্শিদাবাদের নবগ্রামের খাজুরিয়ায় বিস্তীর্ন এলাকায় ধানের জমি যেন প্রাণ পেয়েছে। জমিতে জলের জোগানের অভাব মিটিয়েছে প্রকৃতি। আশ্বিনের শুরুতে ধান চাষিরা অত্যন্ত আশাবাদী। জমিতে পোকামাকড়ের উপদ্রব কমেছে, জলের ঘাটতি মিটেছে বলেই জানাচ্ছেন নবগ্রামের কৃষক মহম্মদ মুরসামিন সেখ ।
Murshidabad Rain ধান চাষিরা এতদিন সেচ দিয়ে আমন ধানের বীজতলা থেকে চারা বাঁচিয়ে রেখেছিলেন। চাষিরা মনে করছেন, এই বৃষ্টি তাঁদের কাছে ‘আশীর্বাদ’। তবে বৃষ্টি জলের ঘাটতি মেটালেও দুশ্চিন্তা থাকছেই। লেবার খরচ থেকে ট্রাক্টর খরচ, ডিপ এর জলের খরচ- সামলে লাভ হয় কম। এবার কী হবে ? আকাশের দিকে নজর রয়েছে কৃষকদের, নজর বাজারের দিকেও।