Murshidabad Rain ‘রেমাল’ এর প্রভাবে মুর্শিদাবাদেও

Published By: Madhyabanga News | Published On:

Murshidabad Rain রবিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে রেমাল। এই ‘রেমাল’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রেমালের প্রভার শুরু করেছে উপকূলের এলাকা গুলিতে। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শনিবার বিকেলে বৃষ্টিতে ভিজল মুর্শিদাবাদ জেলাও। এদিন হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলে। রবিবার ও সোমবারও এই ঘুর্ণিঝড়ের দাপটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিন দুপুরে জানা গিয়েছে ক্যানিং থেকে প্রায়  ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ রেমাল । বর্তমানে  সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে তৈরী হওয়া  নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। আজ সন্ধের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। কাল সকালের মধ্যে তা  শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে ‘রেমাল’। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।