Murshidabad Puja : মুর্শিদাবাদে পুজোয় রাত পাহারায় মহিলা পুলিশের বিশেষ টিম

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Puja আরজি কর কান্ডের পর নারীদের সুরক্ষা নিয়ে এবার পুজোতে বিশেষ নজর পুলিশ প্রশাসনের। পাহারায়  বিশেষ টিম। রবিবার মুর্শিদাবাদ পুলিশ জেলার Murshidabad Police District  গাইড ম্যাপ প্রকাশিত হয় বহরমপুর  রবীন্দ্রসদনে  । মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার পুলিশের পুজো গাইড ম্যাপ উদ্বোধনে গিয়ে জানালেন নারীদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। সাদা পোষাকের পুলিশও থাকবে রাস্তায় । মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে নারীদের সুরক্ষায় টহল দেবে পুলিশের ইউনার্স টিম। সাথে থাকবে মহিলা পুলিশের বিশেষ বাহিনীও। পুলিশ সূত্রে খবর,  ইতিমধ্যেই মুর্শিদাবাদ পুলিশ জেলায় বাড়ান হয়েছে মহিলা পুলিশের সংখ্যা।

Murshidabad Puja  চুতুর্থীতে বহরমপুরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়  মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে। পৌরসভা ভিত্তিক ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব Shri Surya Pratap Yadav । মুর্শিদাবাদ পুলিশ জেলার ৬টি পৌর এলাকার বড় বড় পুজো মণ্ডপ গুলি কীভাবে যাবেন , কোথায় কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় নো এন্ট্রি জোন রয়েছে, কোথায় পুলিশ অ্যাসিস্টেন বুথ রয়েছে সমস্ত কিছুই পেয়ে যাবেন পুলিশের গাইড ম্যাপে। ডিজিটালিও দেখা যাবে এই ম্যাপ।

Murshidabad Puja  রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে এই গাইড ম্যাপ উদ্বোধন এসপি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল,  এসডিও সদর শুভঙ্কর রায় সহ পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকেরা।