Murshidabad Puja অসুর বৃষ্টি, প্রতিমা শুকাতে গ্যাস হিটারই ভরসা বহরমপুরে Berhampore । দুর্গা পুজোর Durga Puja আগে হাতে সময় বলতে মেরে কেটে কটা দিন। এর মধ্যে প্রতিমার গায়ে তুলির টান পরার কথা তবে বাঁধ সেজেছে অসুর বৃষ্টি। চিন্তার ভাঁজ ফুটে উঠেছে প্রতিমা শিল্পীদের কপালে।মূর্তি তৈরি হয়ে গেলেও মূর্তির মাটি যেন শুকোতে নারাজ, তাই একপ্রকার বাধ্য হয়ে গ্যাস হিটারেই মূর্তির মাটি শুকাতে হচ্ছে প্রতিমা শিল্পীদের। মূর্তির মাটি শুকনো না হওয়া পর্যন্ত মূর্তির গায়ে রঙ লাগানো সম্ভব হচ্ছে না। এর জেরেই খরচ বাড়ছে অনেকটা জানাচ্ছেন মৃৎ শিল্পী শ্যামল দাস, সুভাষ দাসরা।
Murshidabad Puja শিল্পীরা জানাচ্ছেন, শুধু যে খরচ বাড়ছে এমনটা নয়, এর সাথে বৃষ্টির জেরে প্রতিমার মাটি ভেজা থাকায় কাজ সারলেও বিলম্ব ঘটছে অনেকটাই। প্রতিমা ডেলিভারি দিতে এখন নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করেই কাজ করছেন শিল্পীরা। বিশ্বকর্মা পুজোতেও একই ছবি ছিল, এরপর দুর্গা পুজোর আগে একই ভাবে নিম্নচাপের বৃষ্টিতে প্রতিমার কাজ কীভাবে শেষ হবে তা নিয়ে চিন্তায় শিল্পীরা। তবে এখন সবাই আবহাওয়ার উন্নতির দিকেই তাকিয়ে।