Murshidabad Puja মহালয়ায় মুর্শিদাবাদের ১৫ টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Puja মহালয়াতে দুর্গোৎসবের সূচনা মুর্শিদাবাদে। মহালয়ার সন্ধ্যায় মুর্শিদাবাদের ১৫ টি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনী অনুষ্ঠানে বহরমপুরের ভট্টাচার্য পাড়ার পুজোয় উপস্থিত ছিলেন স্বয়ং মুর্শিদাবাদ জেলা শাসক, জেলা পুলিশ সুপার, এসডিও, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। শারদীয়া উৎসবের সূচনায় জেলা শাসক রাজর্ষি মিত্র Shri Rajarshi Mitra, IAS বলেন, “এবছর প্রথম জেলার সাড়ে তিন হাজার পুজো কমিটি আবেদন জানায়। অনুমোদনের ক্ষেত্রে পুলিশের ফিডব্যাক ভিত্তিক অনুমতি দেওয়া হয়েছে। আশা করব পুজো ভালোভাবে শান্তিপূর্ণ ভাবে হবে, সম্প্রীতি বজায় রেখে হবে।”

 

Murshidabad Puja এদিন সন্ধ্যায় মুর্শিদাবাদের ১৫ টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বহরমপুরের ৪ টি, বেলডাঙার ১ টি, কান্দির ২ টি, জিয়াগঞ্জের ১ টি, মুর্শিদাবাদের ১ টি, ডোমকলের ১ টি, রঘুনাথগঞ্জের ২ টি, সুতির ১ টি, সামসেরগঞ্জ ও ফারাক্কার ১ টি করে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Murshidabad Puja জেলাবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুর্য প্রতাপ যাদব বলেন, ” অনলাইনে আবেদনের পর পুজো কমিটিগুলিকে অনুমতি দেওয়া হচ্ছে। পুজোতে প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের দিক থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনের ক্ষেত্রে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। ” বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী বলেন, ” এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিটি পুজোর সঙ্গে নিবিড় ভাবে যোগাযোগ রাখেন, ইচ্ছে থাকলে উপায় হয়- এটাই প্রমান।”