এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad ‘মিশন নির্মল বাংলায়’ এত হাজার কোটি ! বহরমপুরে কী আশ্বাস দিলেন মন্ত্রী?

Published on: May 21, 2025
Murshidabad

Murshidabad  মন্ত্রী, জেলা প্রশাসনিক কর্ম কর্তা, বিধায়ক, জেলা পরিষদ কর্মকর্তা থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নেওয়া হল মিশন নির্মল বাংলার শপথ। স্বচ্ছ ভারত মিশনের কাজকর্ম নিয়ে বৈঠক হল বহরমপুরে। বৈঠকে  উপস্থিত ছিলেন  রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বেচারাম মান্না

নির্মলতার লক্ষ্যে শপথ গ্রহণ

 

Murshidabad কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এবং তরল ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয় বিস্তর। দেখানো হয় নানান প্রেসেন্টেশন।
গ্রামীণ স্বাস্থ্যবিধানে প্রকল্পের কাজ কেমন চলছে? জন সচেতনতা গড়ে তুলতে, আদর্শ গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে কীভাবে কাজ করছে পঞ্চায়েতগুলো? সবটাই ঝালিয়ে নেওয়া হল বুধবার। বিশেষ অনুষ্ঠান হল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে। বহরমপুর রবীন্দ্রসদনে পুরস্কৃত করা হয় স্যানিটেশন চ্যাম্পিয়নদেরও। এদিন ১২ জন স্যানিটেশন চ্যাম্পিয়ানদের পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে সরাসরি নিজেদের অভাব অভিযোগ তুলে ধরার সুযোগ পান পঞ্চায়েত প্রতিনিধিরা। একই ভাবে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়ার জন্য বিকল্প ব্যবস্থাও তুলে ধরা হয়।

বহরমপুর রবীন্দ্রসদনে

 

Murshidabad এদিনের কর্মসূচী প্রসঙ্গে ও নির্মল বাংলা নিয়ে পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘প্রায় ৮০ শতাংশ কাজ হয়েছে ODF, ODF+, ODF Model । কয়েকশো গ্রাম ODF Model হতে বাকি আছে। আশা করছি, এই মিটিং এর পর কাজের গতি বাড়বে। স্বচ্ছ ভারত মিশনে মিশন, নির্মল বাংলায় অনেকটাই এগিয়ে এসেছি। প্রতিটি জেলাই প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে চলার ফলে কাজের গতি বেড়েছে, টাকা খরচেরও অঙ্ক বেড়েছে।  যেগুলো খরচ করতে পারেনি, সেগুলোকে নিয়েই এই মিটিং হচ্ছে। ‘ মন্ত্রী আরও বলেন, ‘ যে পারছে তাদের পুরস্কৃত করা হচ্ছে, যারা পারছেনা তাদের কোথায় অসুবিধে এটা বোঝাবার চেষ্টা হচ্ছে। রাজ্যে মুর্শিদাবাদ জেলা  চতুর্থ স্থানে আছে। পর্যটন ভুক্ত গ্রাম পঞ্চায়েতে বিশেষ নজর থাকছে।’ মন্ত্রীর আশ্বাস, ‘ একটা পরিবারও থাকবে না যার বাড়িতে শৌচাগার নেই। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মিশন নির্মল বাংলা প্রকল্পে এই আর্থিক বছরে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা খরচা করতে পারি।’

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now