Murshidabad Pottery মুর্শিদাবাদের Murshidabad কাঁঠালিয়া গ্রাম বিখ্যাত মৃৎশিল্পীদের জন্য। এখানকার শিল্পীদের তৈরী মাটির জিনিসের সুনামের নাম রয়েছে দেশজুড়ে । তেমনই কাঁঠালিয়া থেকে প্রায় ৫৮ কিলোমিটার দূরে সাগরপাড়ার Sagarpara দেবিপুর বাজার এলাকায় রয়েছে একটি ছোট্ট পাল পাড়া। প্রায় ২০টি পরিবারের বাস এই গ্রামে । তার মধ্যে ১৬টি পরিবার এই মাটির কাজের সঙ্গে বহু সময় থেকে জড়িত। গ্রামে ঢুকলেই প্রথমে চোখে পরবে পা দিয়ে মাটি সানার কাজ। আবার কোথাও ইলেকট্রিক চাকার ওপর মাটি ফেলে। দেওয়া হচ্ছে নতুন রূপ। এবং সেখান থেকেই তৈরি হচ্ছে দইয়ের ভাঁড়, মাটির কুঁজো, চায়ের ভাঁড় এছাড়াও আরও অন্যান জিনিস।
কিন্তু আগের থেকে মাটির জিনিসের চাহিদা কমে যাওয়াই। সংসারে টান পরেছে বলে দাবি এখানকার মৃৎশিল্পীদের। মৃৎশিল্পী রোজেন পাল জানান, বিক্রি এখন অনেকটাই কমেছে। এই তীব্র গরমে সকলের চাহিদা একটু ঠাণ্ডা জল। আর সেই জল প্রাকৃতিকভাবে ঠাণ্ডা রাখে মাটির কুঁজো। সেই পরিবেশ বান্ধব কুঁজো প্রজন্মের পর প্রজন্ম ধরে বানিয়ে চলেছেন পাল পাড়ার মৃৎশিল্পীরা। কিন্তু বর্তমানে চাহিদা নেই বলে জানাচ্ছেন রঞ্জিত পাল, সুরজ পালরা। প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়ছেন না তাঁরা। কারণ ছোট থেকেই এই কাজই দেখে এবং শিখে বড় হয়েছেন। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে চান যেকোনো উপায়ে।