Murshidabad Potato Market আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে আটকে দেওয়ার অভিযোগে তিনদিন ধরেই চলছে ধর্মঘট। ফলে বাজারে নেই আলু। জ্যোতি আলুর দামও বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০ টাকা কিলো। আমজনতার পকেটে টান। এমনিতেই বাজারে সব সবজিরই আগুন-দাম। তার ওপর কাটা ঘায়ে নুনের ছিটা। ধর্মঘট চলতে থাকলে আরও বাড়তে পারে আলুর দাম। ৯ই জুলাই মুখ্যমন্ত্রী ব্যবসায়ী থেকে বাজার কমিটি ও প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কড়া নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু এইসব কিছুর মাঝে বহরমপুরে পাওয়া যাচ্ছে ২৯ টাকা কেজি জ্যোতি আলু। হ্যাঁ ! শুনে অবাক লাগছে তো ? কোথায় কীভাবে পাওয়া যাচ্ছে এই আলু ? বাজার দর থেকে ১১ টাকা কমে আলু। ভাবলেই অবাক লাগছে। লাগাটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী আলুর দাম থেকে রেহাই দিচ্ছে সুফল বাংলা। সেখানেই ২৯ টাকা কেজি মিলছে আলু। খোলা বাজারের তুলনায় ১১টাকা কমে রাজ্য সরকারের সুফল বাংলায় সস্তায় আলু পেয়ে খুশি ক্রেতারাও।
অগ্নিমূল্যের বাজারে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে এই সুফল বাংলা’র স্টল। তবুও গ্রাহকের অভাবে ধুঁকছে এইগুলি। এত কমদামে আলু পাওয়া যাচ্ছে তারপরেও লোকের দেখা নাই।