এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Potato ফড়েরা খাচ্ছে দই, খরচ বাড়ছে কৃষিকাজে, দুশ্চিন্তা নিয়েই শুরু আলু চাষের

Published on: October 28, 2025
Murshidabad Potato

আলু লাগাতে খরচ বাড়ল ৭ হাজার, গড়ে বিঘেতে খরচ ২৫ হাজার টাকা

Murshidabad Potato নিজস্ব প্রতিবেদনঃ কান্দিতে (Kandi)  খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে এখন প্রতি কেজিতে ১৫ টাকা। তবে কোনও কোনও ব্লকে তা ১৪। অথচ আলু স্টোরে সারা বছর রাখার পরে কৃষক এখন সেখান থেকে পোখরাজ আলু বিক্রি করছেন কেজি প্রতি ৬ টাকারও কম। অর্থাৎ ৩০০ টাকা বস্তা (৫০ কেজি) । তার মধ্যে আলু সারা বছর স্টোরে রাখার জন্যে তাঁকে ভাড়া বাবদ ১০০ টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ বস্তা পিছু পোখরাজ আলুতে কৃষক পাচ্ছেন এখন ২০০ টাকা। মোদ্দা কথা কেজি প্রতি ৪ টাকা। পুরনো পোখরাজ আলু খাওয়ার চল এদিকে নেই। স্টোরে রাখার পরে কৃষক জ্যোতি আলু পাচ্ছেন ৪০০ টাকা বস্তা। অথচ বাজারে ওই আলু হেঁশেলের জন্যে সবাইকে কিনতে হচ্ছে ৭০০ টাকা বস্তা।

আরও পড়ুনঃ Kisan Mandi ধান কেনা শুরু ১ তারিখ থেকে, ৩ দিনেই টাকা পাবেন

Murshidabad Potato আলুর লাভ হচ্ছে ?

অর্থাৎ চাষি দাম পাচ্ছেন না। মাঝখান থেকে ফড়েরা খেয়ে নিচ্ছে বস্তা পিছু ৩০০ টাকা। কৃষক উত্তম মন্ডল বলছিলেন, এবার ১০০ বস্তা আলু স্টোরে রেখে গড়ে ১০ হাজার টাকা ক্ষতি। সেই হিসেব মাথায় রেখেও “আশায় বাঁচে চাষা।‘ আলু চাষ শুরু হল। যারা আগাম আমন ধান চাষ করেছিলেন, বা স্বল্প সময়ের ধান চাষ করেছিলেন। তাঁদের ধান উঠে গিয়েছে। তবে বেশির জমির বর্ষার আমন ধান এখনও উঠতে দেরি আছে। আগাম ধানের জমিতে আলু চাষ শুরু হয়েছে।

Murshidabad Potato Start
শুরু হয়েছে আলু চাষ

Murshidabad Potato কী বলছেন কৃষকরা ?

এক কৃষক সোমবার জানান, গত বছর বিঘে প্রতি গড়ে ১৮ হাজার টাকার আলু বিক্রি হয়েছে। খরচ হয়েছিল ১৪ হাজার টাকা। ৫০ কেজি বস্তাতে ৩০০ টাকা বিক্রি হয়েছে। এখন ‘প্রথমবারের’ পোখরাজ আলুর বীজ কিনতে হচ্ছে কেজি প্রতি ২৫০০ টাকা। জ্যোতি বিক্রি হচ্ছে ৩২০০ টাকা। ৩ মাসে পোখরাজের আলু ফলনের পরে তোলা যায়। জ্যোতি আলু তোলা যায় ১০০ দিনে। গড়ে এবার আলু লাগাতে খরচ হচ্ছে বিঘে প্রতি ২৫ হাজার টাকা।

Murshidabad Potato কৃষক প্রবীর মন্ডলের কথায়, এবার সব কিছুর খরচ বেড়েছে। আলু লাগাবার সময় কাঠা প্রতি ‘১০২৬’ রাসায়নিক সার দিতে হচ্ছে ৬ কেজি করে। এবার কেজি প্রতি তা কিনতে হচ্ছে ৫০ টাকা করে। বিঘেতে ট্রাক্টর খরচ ২০০০ টাকা। শুধু আলু লাগাবার সময় বিঘেতে সাড়ে ৩ হাজার টাকা শ্রমিক খরচ। সেচের জল ২০০ টাকা ঘণ্টা। ১ বিঘেতে গড়ে ৯০ বস্তা আলু হয়। ফলে কী হবে কে জানে? ফাটকা বছর দুয়েক আগে আলুর দাম ৫০০ টাকা বস্তা পাওয়া গিয়েছিল। তখন চাষিরা লাভের মুখ দেখেছিলেন। যদি সেরকম কিছু হয়। অনেকে ঋণ করে আলু লাগাচ্ছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now