Murshidabad Porijayi মুর্শিদাবাদের ৭ পরিযায়ী পরিবারকে ২ লক্ষের চেক সুজিত বসুর। সঙ্গী ইউসুফ পাঠান, আবু তাহের খান। বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের সাত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী সুজিত বসু Sujit Bose । মঙ্গলবার বিকেলে বহরমপুর ও মুর্শিদাবাদের দুই সাংসদ ইউসুফ পাঠান ও আবু তাহের খান, হরিহরপাড়া থেকে বেলডাঙা একাধিক বিধায়ক, জেলার পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চেক বিতরণ হয়।
Murshidabad Porijayi আরও পড়ুনঃ Murshidabad Labour বেঙ্গালুরুতে শেষ ৭ পরিযায়ী শ্রমিক। ফিরল দেহ
বহরমপুর ব্লকের নগরাজাল পাঁচ পীরতলা গ্রাম ও হরিহরপাড়ার খিদিরপুর গ্রামের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান মন্ত্রী, সাংসদ, বিধায়করা। মৃতদের পরিবারের সাথে কথা বলেন, হাতে তুলে দেন ২ লক্ষ টাকার চেক। মন্ত্রীকে দেখে নিজেদের অসহায়তার কথা তুলে ধরেন মৃত শ্রমিকদের পরিজনেরা। কর্মসংস্থানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানোর আশ্বাস দিলেন মন্ত্রী সুজিত বসু।
Murshidabad Porijayi ব্যাঙ্গালোরে সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিদগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আথে পাঞ্জা লড়তে লড়তে একে এক করে প্রাণ হারান সাত জনেই। মর্মান্তিক এই দুর্ঘটনায় শ্রমিক পরিবারে নেমে আসে অন্ধকার। সংসারের উপার্জনকারী ছিলেন প্রত্যেকেই। প্রত্যেকের স্ত্রী, সন্তান রয়েছে। অভিভাবক হারিয়ে, আপনজনকে হারিয়ে প্রত্যেকেই নিঃস্ব।
Murshidabad Migrant Workers পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর
Murshidabad Porijayi মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ” এই ঘটনা হওয়ার পর থেকেই সরকার এবং পার্টির লোকজন সাংসদ থেকে বিধায়ক, কর্মীরা এবং রাজ্য সরকার প্রথম দিন থেকেই এই পরিবারগুলোর পাশে। আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকার চেক প্রত্যেকটা পরিবারকে আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার সঙ্গে সাংসদরা, বিধায়করা সবাই আছেন। পরবর্তী সময়ে দেখব, এই পরিবারগুলোর সাথে আমরা আছি। ওনারাও ওনাদের কথা বলেছেন যে যদি কিছু সুযোগ করেন ভবিষ্যতে, অসহায় অবস্থায় আছে পরিবারগুলো। আমরা শুনে গেলাম আমাদের বিধায়ক, সাংসদ যোগাযোগ রাখবেন। আমরা দেখে নেব।”

Murshidabad Migrant Workers দু লক্ষ টাকা ক্ষতিপূরণই কি সব? যে প্রসঙ্গে মন্ত্রী বলেন,” নথিভুক্ত যদি না থাকত তাহলে চেকগুলো তারা পেত? সরকারি চেক পেয়েছে তারা নথিভুক্ত আছে বলে। সামিরুল ইসলাম প্রথম দিন থেকেই যোগাযোগ রাখছেন। অগ্নিদগ্ধ পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যাঙ্গালোরে একটা এফআইআর হয়েছে। দেখা যাক।”
Murshidabad Migrant Workers বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান বলেন-
Murshidabad Migrant Workers বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান জানিয়েছেন, ” ঘটনার তদন্ত হবে। এফআইআর হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারের তরফে দু লক্ষ টাকার চেক দেওয়া হল। সবাই পরিবারগুলোর পাশে আছি।”
Murshidabad Migrant Workers কী চায় পরিযায়ীদের পরিবার?
Murshidabad Migrant Workers মৃতদের পরিবার জানিয়েছে, দু লক্ষ টাকার চেক পেয়ে চলবে না। সন্তানদের পড়াশোনা আছে, কাজের দরকার।
