Murshidabad Politics জিতিয়ে ছিলেন ইউসুফ পাঠানকে। তারপর পদ হারালেন রবিউল আলম চৌধুরী। তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। ২০১৬ সালে মুর্শিদাবাদের দ্বিতীয় তৃণমূল বিধায়ক হিসেবে জেতেন নিয়ামত শেখ।
Murshidabad Politics ২০২৩ সালের নভেম্বরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রবিউল আলম চৌধুরী । একই সঙ্গে জেলা সভাপতি হন অপূর্ব সরকার। ২০২৫ এর ১৬ মে রাজ্যের বেশ কিছু জেলায় তৃণমূলের সভাপতি, চেয়ারম্যান পদে বদল ঘটেছে। দেখা যাচ্ছে, অপূর্ব সরকারকে পদে রাখা হলেও সরানো হল রবিউল আলম চৌধুরীকে। তৃণমূলের অন্দরে রবিউল আলম চৌধুরী যদিও একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন। লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে জেতেন ইউসুফ পাঠান। রেজিনগর বিধানসভা এলাকাতেও লিড পান ইউসুফ পাঠান। যদিও এরপর তাঁকে নিশানা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তবে সেসব মিটলেও অবশেষে পদ গেল রবিউল আলম চৌধুরীর।