এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Politics পরিযায়ীদের পরিচয় পত্রের দাবি অধীরের, সমালোচনায় সরব তৃণমূল

Published on: August 9, 2025
Murshidabad Politics

Murshidabad Politics ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে যখন তোলপাড় রাজ্য। তখন তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজাও। পরিযায়ী ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নয়া দাবী বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। কী করলে পরিযায়ীরা কাল থেকে নিরাপদ হয়ে যাবে! মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন অধীর। শুক্রবার দিল্লিতে এক ভিডিও বার্তায় অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের প্রত্যেকের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি করে পরিচয় পত্র ইস্যু করা হোক। সরকারের তরফ থেকে পরিচয় পত্র দেওয়ার মানে বাইরের রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বেন তারা দেখাতে পারবে যে রাজ্য থেকে এসেছি সেই রাজ্যের পরিচয় পত্র। এটা নির্বাচনের পরিচয় পত্র নয়, রাজ্যের পরিচয় পত্র। তাহলেই কাল থেকে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক নিরাপদ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে দাবী- প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে পরিচয় পত্র দেওয়া হোক।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘ অবাঙালি লোক নিয়ে এসে কাউকে রাজ্য সভা, কাউকে লোকসভা,  আপনি এমপি করবেন, এমএলএ করবেন।  তখন বাঙালি কথা মনে পড়েনা আপনার। তখন বাংলা ভাষার কথা মনে পড়ে না।  আজ নাটক করছেন পনেরো বছর পর পার্লামেন্টে যে আমাকে বাঙালিদের জন্য বাংলা ভাষার জন্য লড়তে হচ্ছে!’

Murshidabad Politics পাল্টা কটাক্ষের সুর শাসক তৃণমূলের। অধীরের মন্তব্যের সমালোচনায় সরব বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, ‘অধীর বাবু কি বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলছেন? আমি ভারতবর্ষের কোথায় যাব? কোথায় থাকব? কোথায় কাজ করব, কী খাব! ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে আমাকে। তাহলে কি আধার কার্ডের কোন দাম নেই, ভোটার কার্ডের কোন দাম নেই। বলছেন কি আপনি এটা? বিজেপির দালালিটা কম করুন। আপনার সরকারই করিয়েছিল আধার কার্ড। বলে দেন সবাইকে বিজেপির মতো আধার কার্ডের কোন মূল্য নেই, ভোটার কার্ডের কোন মূল্য নেই।  বাইরের রাজ্যের যারা কাজ করছে এখানে, তাদেরকে তো হেনস্থা হতে হচ্ছে না! তাদের তো পরিচয় পত্র চাইছে না  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিজেপির বিরুদ্ধে কিছু না বলে আপনি জ্ঞান দেবেন না দয়া করে মুখ্যমন্ত্রীকে।’

Murshidabad Politics  অভিযোগ পাল্টা অভিযোগে চড়ছে রাজনীতির পারদ।

 

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now