Murshidabad মুর্শিদাবাদে একাধিক জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র

Published By: Imagine Desk | Published On:

Murshidabad মুর্শিদাবাদে একের পর এক জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশের জালে অস্ত্র কারবারিরা। প্রথম ঘটনাস্থল ডোমকল। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১ টি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ডোমকল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় ঐ যুবককে। ধৃতের নাম আব্দুল জাফফার। জলঙ্গির ঘোষ পাড়ার বাসিন্দা। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে ডোমকল থানা।

Murshidabad অন্যদিকে কান্দিতেও উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ হেফাজতে থাকা দুই দুষ্কৃতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করল কান্দি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গ্রামের একটি অপহরণের ঘটনায় সম্প্রতি কান্দির খোসবাসপুর ও গোকর্ণ থেকে দুজনকে গ্রেফতার করা হয়। হেফাজতে নিয়ে খোসবাসপুরে মাসাদুল হাসানের বাড়ি থেকে ও খাইরুল সেখের গোকর্ণ বাজারপাড়ার বাড়ি থেকে একটি করে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড করে গুলি উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি দুটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুজনকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পাঠায় কান্দি থানার পুলিশ।

See also  Berhampore News ঝোপের মধ্যে পড়ে একি! যা দেখে চাঞ্চল্য এলাকায়