Murshidabad মুর্শিদাবাদে একের পর এক জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশের জালে অস্ত্র কারবারিরা। প্রথম ঘটনাস্থল ডোমকল। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১ টি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ডোমকল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় ঐ যুবককে। ধৃতের নাম আব্দুল জাফফার। জলঙ্গির ঘোষ পাড়ার বাসিন্দা। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে ডোমকল থানা।
Murshidabad অন্যদিকে কান্দিতেও উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ হেফাজতে থাকা দুই দুষ্কৃতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করল কান্দি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গ্রামের একটি অপহরণের ঘটনায় সম্প্রতি কান্দির খোসবাসপুর ও গোকর্ণ থেকে দুজনকে গ্রেফতার করা হয়। হেফাজতে নিয়ে খোসবাসপুরে মাসাদুল হাসানের বাড়ি থেকে ও খাইরুল সেখের গোকর্ণ বাজারপাড়ার বাড়ি থেকে একটি করে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড করে গুলি উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি দুটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুজনকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পাঠায় কান্দি থানার পুলিশ।