চতুর্থী থেকে বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বহরমপুরে, প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ চতুর্থী থেকেই পুজোর কটা দিন  বহরমপুরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রন করা হবে।  পুজোর সময় সাধারণ মানুষের নিরাপত্তার জোর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।  শনিবার সন্ধ্যায় বহরমপুরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয় । এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুর্যপ্রতাপ যাদব, অ্যাডিশনাল এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হল।

মুলত, কোথায় নো এন্ট্রি, ট্রাফিক সিগনালিং সিস্টেম, সমস্ত কিছুর গাইড  লাইন তুলে ধরা হয়েছে গাইড ম্যাপে। সাধারণ মানুষকে পুজোর নির্দেশিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পুজোর সময় মানুষের নিরাপত্তা ও ভিড় নিরন্ত্রনে থাকবে পুলিশি ব্যবস্থাও।

অ্যাডিশনাল এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা জানান, চতুর্থী থেকে শহরে সেই সব গাড়িই আসবে যে গাড়িতে করে মানুষ পুজো দেখতে আসবেন।

মুর্শিদাবাদ  পুলিশ জেলার এসপি শ্রী  সূর্যপ্রতাপ যাদব জানান, পুজো গাইড ম্যাপে পার্কিং, রাস্তা সংক্রান্ত সব তথ্য থাকবে।