Murshidabad Police হারানো মোবাইল হাতে পেয়ে ফিরল স্বস্তি

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Police  হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে মালিকের হাতে ফিরিয়ে দিতে ‘ অপারেশন প্রয়াস’ চলছে মুর্শিদাবাদ জেলাতেও। গত তিন মাসে এই প্রয়াসের মাধ্যমে তদন্ত চালিয়ে  উদ্ধার হল  ৫২০ টি মোবাইল।  মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হল বিভিন্ন থানায় পুলিশ কর্তাদের হাত দিয়ে। শুক্রবার এই কর্মসূচীর সূচনা হয় বহরমপুরে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে ৭০ টি হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় মালিকদের হাতে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ জানান,  কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রাম ‘ অপারেশন প্রয়াস’ এর মাধ্যমে  হারানো মোবাইলের অভিযোগ এসেছে ৭০০র অধিক। গত দু-তিন মাসে ৫২০ টি মোবাইল উদ্ধার করা গেছে। জেলা জুড়ে থানায় থানায় উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে।

Murshidabad Police  এদিন মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন থানার পক্ষ থেকে হারানো মোবাইল ফিরিয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। ডোমকলে ৩৪ টি, রানীনগরে ৪৮ টি , জলঙ্গীতে ১৩ টি, ইসলামপুরে ১২ টি , সাগরপাড়ায় ৪ টি হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয় বলেই পুলিশ সূত্রে জানা যায়। কারও সাত মাস, কারও এক বছর আগে হারায় মোবাইল। ফিরে পাওয়ার আশাও ছিল ক্ষীণ। অবশেষে মোবাইল হাতে পেয়ে মুখে হাসি মোবাইল মালিকদের।