Murshidabad Police District মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস।শুক্রবার বহরমপুরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। বর্ণাঢ্য প্যারেডে অংশ নেন পুলিশ কর্মীরা। এদিনের অনুষ্ঠানে পুলিশ, সিভিক ভলান্টিয়ার, সিভিল ডিফেন্সের ৬০ জন কর্মীকে পুরস্কৃত করা হয় মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে। পুরস্কার তুলে দেন এসপি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।

Murshidabad Police District মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘ ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ লাইনে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে প্যারেড হল। দুজন অ্যাডিশানাল এসপি, সদর পুলিশ অফিসার, পুলিশ ফোর্স এর পুরো টিম অংশ নেয়। গত দু- তিন মাসে যারা ভালো কাজ করেছে সেরকম ৬০ জনকে সংবর্ধনা জানানো হয়। সম্প্রতি জল ঢালা অনুষ্ঠানও বহরমপুর থেকে সাগরপাড়া, শক্তিপুর, লালবাগে পুরো টিম কাজ করে সুষ্ঠভাবে সম্পন্ন করেছ। কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসপি অফিস থেকে প্রশংসাপত্র দেওয়া হয়।
















