এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Plastic Road প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি রাস্তা, মুর্শিদাবাদের কোথায় “প্লাস্টিক রোড”?

Published on: December 23, 2025
Murshidabad Plastic Road 

Murshidabad Plastic Road  দূষণ রোধ করে পরিবেশবান্ধব উদ্যোগ। পরিবেশবান্ধব প্লাস্টিক বর্জ্য দিয়েই রাস্তা তৈরি হয়েছে মুর্শিদাবাদের কান্দিতে।  Plastic Road পুনর্ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি হয়েছে এই রাস্তা। মঙ্গলবার প্লাস্টিক বর্জ্য সবুজ রাস্তার উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে। কান্দি পৌরসভা প্রাঙ্গণে রাস্তার উদ্বোধনী পর্বে হাজির ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক সহ পৌর কর্তাব্যক্তি, পৌর কর্মী ও কান্দির বাসিন্দারা।

Murshidabad Plastic Road সবুজ রাস্তা কান্দিতে

আরও পড়ুন- Humayun New Party বিধানসভা ভোটে ৪ আসনে ৩ জন হুমায়ুন কবির

Murshidabad Plastic Road কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকারের আন্তরিক প্রচেষ্টায় কান্দি শহরকে স্বপ্নের শহর হিসেবে দেখতে চান তারই সংযোজন হিসেবে পরীক্ষামূলকভাবে এবং পাইলট প্রজেক্ট হিসেবে কান্দি পৌরসভা থেকে গুলাটি রোড এবং অন্যদিকে কান্দি রাজ হাইস্কুলের ডান দিক- ১৬৫০ বর্গকিমি রাস্তা প্লাস্টিক রোড বলে শুরু হল।

Murshidabad Plastic Road কান্দির বাসিন্দা শিক্ষক দেবল দাস বলেন, রিসাইকেল করে আবর্জনা কমানো যাচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও কাজে লাগানো যাচ্ছে, ফলে আর্থ-সামাজিক উন্নয়নও হচ্ছে। কান্দি পৌরসভা এটাকে বাস্তবায়িত করেছে। কান্দির সাধারন নাগরিক, শিক্ষক হিসেবে ,কান্দি পৌরসভার পৌর সদস্য হিসেবে অত্যন্ত খুশি এবং গর্বিত যে কান্দির মধ্যে এরকম একটা পরীক্ষামূলক রাস্তা তৈরি হয়েছে।

কান্দিতে হল অঙ্কন প্রতিযোগিতা

 

আরও পড়ুন- Humayun Kabir “জোড়া ফুলে শূন্য করব” নতুন দল গড়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুনের

Murshidabad Plastic Road কীভাবে তৈরি করা হয় এই সবুজ রাস্তা?

Murshidabad Plastic Road  প্লাস্টিকের রাস্তা হল পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য  গুঁড়ো করে গরম বিটুমিনের (আলকাতরা) সাথে মিশিয়ে তৈরি করা রাস্তা, যা প্রচলিত পিচের রাস্তার স্থায়িত্ব ও গুণমান বাড়ায় এবং প্লাস্টিক দূষণ কমাতে সাহায্য করে, এবং এটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষত গ্রামীণ এলাকায় যেখানে এটি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী সমাধান দিচ্ছে বলে প্রমাণিত হয়েছে।  বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের একটি কার্যকর উপায়।  গবেষণায় দেখা গেছে, এই রাস্তাগুলি বেশি স্থিতিশীল (stable) ও শক্তিশালী হয় এবং জলেরোধী হয়। ফলে  প্রচলিত রাস্তার তুলনায় বেশি দিন টেকে এবং গর্ত কম হয়, যেমন চেন্নাইয়ের একটি প্রথম প্লাস্টিক রাস্তায় ২০ বছরের বেশি সময় ধরে কোনো গর্ত হয়নি।

Murshidabad Plastic Road ভারতে শুরু: ডঃ রাজগোপালান বাসুদেবন (যিনি ‘প্লাস্টিক ম্যান অফ ইন্ডিয়া’ নামে পরিচিত) এই প্রযুক্তির উদ্ভাবক এবং ভারতে ইতিমধ্যেই হাজার হাজার কিমি প্লাস্টিকের রাস্তা তৈরি হয়েছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now