Murshidabad News ডোমকল থেকে বেলডাঙা, বাড়িতেই মজুত এইসব ! একের পর এক যা উদ্ধার হচ্ছে তাতে মুর্শিদাবাদে উদ্বেগের ছবিই উঠে আসছে। শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙা ও ডোমকলে DOMKAL থেকে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । মোট উদ্ধার হয়েছে মোট ৭ টি আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুনঃ ডোমকল কাণ্ডে পাঁচ জনের জেল ও তিন জনের পুলিস হেফাজত
Murshidabad News বাড়িতেই মজুত এইসব ?
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল পুলিশের একটি টিম অভিযান চালায় বেলডাঙার শাহাবাজপুর উত্তরপাড়ায়। তহিদুল মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে চালানো হয় তল্লাশি। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক। পুলিশ গেফতার করেছে তহিদুল মন্ডলকে।রাতেই ডোমকলের আমিনাবাদ বটতলাপাড়াতেও তল্লাশি চালায় পুলিশ। সেখানে উহাব সেখ নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক, ৩ রাউন্ড গুলি। তার বিরুদ্ধেও দায়ের হয় মামলা।
Murshidabad News বেলডাঙার ডাঙাপাড়ায় গ্রেফতার ১
অন্যদিকে শনিবার রাতেই বেলডাঙার ডাঙাপাড়া জালালপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় কাজল শেখকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি। ছিল ৫ টি ছোট বন্দুক, ১ টি মাস্কেট। পুলিশ জানতে পেরেছে, ধৃত কাজল শেখ দীর্ঘ দিন ধরেই আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসার সঙ্গে জড়িত। খদ্দেরকে বিক্রি করার জন্যই মজুত করা হয়েছিল ওই বন্দুক, গুলি। ডোমকল ও বেলডাঙার ধৃত তিনজনকেই রবিবার আদলতে পেশ করে পুলিশ।













