Murshidabad News মঙ্গলেই ঘটে গেল চরম অমঙ্গল। মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল এক ট্রাক্টর চালকের প্রাণ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত লোচনমাটি গ্রামে ট্রাক্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কৃষক চালক। মৃতের নাম হাসানুজ্জামান বিশ্বাস (ওরফে বাবু)। মঙ্গলবার সকালেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনাটি।
Murshidabad Farmers মাঠে সব নষ্ট ! সুতির কৃষকদের মাথায় হাত
Murshidabad News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হাসানুজ্জামান বিশ্বাস নিজের ট্রাক্টর নিয়ে জমিতে চাষের কাজে যাচ্ছিলেন। চাষের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নয়ানজুলির ধারে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টর। ট্রাক্টরের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Murshidabad Potato ফড়েরা খাচ্ছে দই, খরচ বাড়ছে কৃষিকাজে, দুশ্চিন্তা নিয়েই শুরু আলু চাষের
Murshidabad News স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লোচনমাটি গ্রামে।









