এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তদন্তে সিট SIT, গ্রেপ্তার বেড়ে ২৭৪

Published on: April 17, 2025
Murshidabad News

Murshidabad News ধীরে ধীরে আতঙ্ক কাটছে, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ঘরেও ফিরছেন ঘর ছাড়া অনেকেই, এই অবস্থায় তদন্ত শুরু হল সিট SIT Special Investigation Team । একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল – সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সিটের তদন্তকারীদের সাহায্য করার জন্য জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকেও আলাদা করে দশ জনের বিশেষ একটি দল গঠন করা হয়েছে।

Murshidabad News   বৃহস্পতিবার দুপুরে সামসেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে পরিদর্শনে যান ১৯ জন সদস্যের সিটের প্রতিনিধিরা। এই গ্রামে জোড়া খুন হওয়া মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান তারা। মৃতদের পরিবারের সাথে কথা বলেন। গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

Murshidabad News জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, বুধবার রাত অব্ধি ৬০ টা মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২৭৪ জন। নতুন করে গতকাল রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ৮৬টি পরিবার ফিরে এসেছে।পুলিশ কর্তারা আশাবাদী বাকি গৃহহীন পরিবারগুলো দ্রুত ফিরে আসবে।

Murshidabad News জঙ্গিপুরে অশান্তির ঘটনায় পুলিশকে তদন্তে সাহায্য করার জন্য ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির ১০ সদস্যের একটি দল জঙ্গিপুরের এসে পৌঁছেছে।  এই দলটিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিশেষজ্ঞরা রয়েছেন বলেই সুত্রের খবর। বিশেষজ্ঞ এই দলটি এবং সিটের তদন্তকারীরা জাফরাবাদ গ্রামে গিয়ে বৃহস্পতিবার বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now