এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News মাঠে সবজি আনতে গিয়ে এ কী হল বধূর!

Published on: May 22, 2025
Murshidabad News 

Murshidabad News  মাঠে সবজি আনতে যাওয়াই হল কাল!  এক ছোবলেই সব শেষ।  অকালে প্রাণ গেল গৃহবধূর। বৃহস্পতিবার সকালে রেজিনগরের আন্দুলবেড়িয়া এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা বছর ৩৫ এর গৃহবধূ কবিতা মণ্ডল এদিন সকালে বাড়ির পাশেই জমিতে গিয়েছিলেন সবজি আনতে। সেখানেই তাঁর পায়ে বিষধর সাপ ছোবল মারে।  বাড়ি ফিরেই এই কথা জানিয়েই অসুস্থ হয়ে যান বধূ। পরিবারের সদস্যরা তাঁকে বেলডাঙা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। স্বামী, সন্তানরা কার্যত শোকে পাথর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now