Murshidabad News শিয়ালদহ স্টেশনে পাকড়াও তিন নাবালক! কী প্ল্যান ছিল ?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad New ১৭.০৬.২০২৫ তারিখে আনুমানিক ২:৩০ টায়, মুর্শিদাবাদ থানার পুলিশ সিংগা গ্রামের এক বাসিন্দার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পান। অভিযোগকারী জানিয়েছিলেন যে তার ১৭ বছর বয়সী ভাই, দুই নাবালক বন্ধু সহ, ১৬.০৬.২০২৫ তারিখে আশেপাশের এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে মুর্শিদাবাদ থানার পুলিশ। উপযুক্ত ধারায় মামলা দায়ের হয়। শুরু হয় খোঁজ।

Murshidabad News  পুলিশ সূত্রে জানা যায়, তিন নাবালক শিয়ালদহ রেলওয়ে স্টেশন হয়ে অন্য রাজ্যে যাওয়ার ছক কষেছিল।  শিয়ালদহ জিআরপির সাথে যোগাযোগ করা হয় এবং এফআইআর নথিভুক্ত হওয়ার আট ঘন্টার মধ্যে, ১৭.০৬.২০২৫ তারিখে  শিয়ালদহ জিআরপির এখতিয়ারের মধ্যে নিখোঁজ ছেলেদের সফলভাবে খুঁজে পাওয়া যায়। নিখোঁজ নাবালকদের উদ্ধারের জন্য মুর্শিদাবাদ থানা থেকে একটি দল পাঠানো হয়েছিল বলেই জানা যায়। তিন নাবালককেই ফিরিয়ে আনা হয়। পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কেন তারা ভিন রাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল? কী মতলব ছিল? নাবালকদের উদ্ধারের পর জানার চেষ্টা চালায় পুলিশ। পরিবারকেও সচেতন করা হয়।