Murshidabad News মুর্শিদাবাদে ৪ বছরে উদ্ধার হল ৮ হাজারেরও বেশি হারানো, চুরি যাওয়া মোবাইল ফোন। হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে আবার ফিরিয়ে দেওয়ার পুলিশের অপারেশন প্রয়াস শুরু হয়েছে ২০২২ সাল থেকে। ২৬ এর শুরুতেও ফের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ। মঙ্গলবার বহরমপুরে আনুষ্ঠানিক ভাবে ফোন ফিরে পেলেন গ্রাহকরা। একদিনেই জেলায় মোট ৫০২ টি ফোন ফিরিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে জানান বিগত চার বছরে কীভাবে কাজ করছে অপারেশন প্রয়াস।
Murshidabad News ৪ বছরে উদ্ধার ৮ হাজার !
Murshidabad News মুর্শিদাবাদ পুলিশ জেলায় নতুন বছরের শুরুতেই অপারেশন প্রয়াসের সাফল্য তুলে ধরল মুর্শিদাবাদ পুলিশ জেলা। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ Kumar Sunny Raj, IPS, জানান, ২০২২ থেকে ২০২৫ – গত চার বছরে অপারেশন প্রয়াসের মাধ্যমে ৮ হাজারের বেশী হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । মুর্শিদাবাদ পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে মোবাইল ফোন উদ্ধার হয় ১৯১২টি। ২০২৩ সালে সংখ্যাটা ছিল ১৭০০ , ২০২৪ সালে ১৬০০ । এবং ২০২৫ সালে ২৮৩১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Bangladeshi Arrested ফের মুর্শিদাবাদ, পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারি
Murshidabad News বহরমপুর থেকে খড়গ্রাম, জেলা জুড়ে চলে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার প্রয়াস। ১৩ই জানুয়ারি, খড়গ্রাম থানার পক্ষ থেকে খড়গ্রাম থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হল। অপারেশন প্রয়াস চলছে, দেওয়া হচ্ছে সতর্কবার্তাও। টেকনিক্যাল এক্সপার্ট, সাইবার টিমের নজরদারিও অব্যাহত হারিয়ে যাওয়া ফোনের গতিবিধির উপর। সব নিয়ে প্রয়াসে কড়া মুর্শিদাবাদ পুলিশ, স্বস্তির নিঃশ্বাস ভুক্তভোগীদের।









