Murshidabad News আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি গ্রেফতার ডোমকলে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News  ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি ধরা পড়ল পুলিশের জালে। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে, ডোমকল থানার বিশেষ তদন্তকারী দল ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুরে অভিযান চালায়। প্রয়াত স্থানীয় বাসিন্দা জিয়ারুল মণ্ডলের ছেলে সোহেল মণ্ডলকে গ্রেফতার করা হয় হাতেনাতে।

উদ্ধার হওয়া পিস্তল, গুলি

 

Murshidabad News ডোমকল থানার পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে  সোহেল মণ্ডলের  কাছ থেকে একটি দেশীয় তৈরি সিঙ্গেল-শট আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আরও তদন্তের সুবিধার্থে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হয়। কেন আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল ঐ যুবক! উদ্দ্যেশ্য কী ছিল? তদন্ত শুরু করেছে ডোমকল থানা।