Murshidabad News বর্ষবরণে কচিকাঁচা ও বয়স্কদের নিয়ে অভিনব ভাবনা প্রীতি-স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টের। গ্রামের মানুষকে নিয়ে চলল বনভোজন। কয়েক বছর ধরেই এমনই বর্ষবরণ করে আসছে সংস্থার সদস্যরা।

Murshidabad News বৃহস্পতিবার দিনভর বানজেটিয়ায় চলল কচিকাঁচাদের কোলাহল। বয়স্কদের নিয়ে বনভোজনের পাশাপাশি ছিল শীতবস্ত্র বিতরণও।

শহরের বিশিষ্টজনদের উপস্থিতিতে নতুন বছরকে স্বাগত জানালেন ছোট থেকে বড় সকলেই। এদিন একটি পিকনিক স্পটেরও উদ্বোধন করা হয়।
কী জানালেন উদ্যোক্তরা ?
প্রীতি-স্মৃতি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সফিউল মুজনেবিন জানান, এলাকার ১৫ বছরের নিচে কচিকাঁচা ও ৫০ বছরের উর্ধদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। বর্ষবরণে পিকনিক তো গ্রামের দুঃস্থ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তাদের নিয়ে নতুন বছরের আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন।















