এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News চেক মিলেছে ,এরপর! কী চাইছে পরিযায়ী শ্রমিকদের পরিবার?

Published on: October 14, 2025
Murshidabad News

Murshidabad News   যে পরিবারের দেখভালের জন্য গ্রাম ছেড়ে, আপনজনদের ছেড়ে ভালো পারিশ্রমিকের আশায়  ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা! সেই পরিবারগুলো আজ অনাথ, অভিভাবকহীন। কী হবে এরপর? জানেন না তাদের স্ত্রী, সন্তানরা। স্বামীকে হারিয়ে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিকের স্ত্রীর, তাদের পরিবারের। ব্যাঙ্গালোরে প্রাণ হারিয়েছেন হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলি,  বহরমপুর থানার নাগড়াজোলের বাসিন্দা মিনারুল সেখ, তাজিবুল সেখ ও জিয়াবুর সেখ, সাফিজুল শেখ, হাসান মল্লিকরা।

Murshidabad News ২ লক্ষ টাকার চেক ৭ পরিযায়ীর পরিবারকে

Murshidabad News শোকের মাঝেই মঙ্গলবার ২ লক্ষ টাকার  আর্থিক সাহায্য পেলেন ব্যাঙ্গালোরে দুর্ঘটনায় প্রাণ হারানো মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিকের পরিবার। দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ, বিধায়ক, প্রশাসনের উচপদস্থ কর্তাদের উপস্থিতিতে চেক তুলে দেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে। ২ লক্ষ টাকার চেক পেয়ে কি সত্যিই ক্ষত পূরণ হল? প্রশ্ন উঠছে।

পরিযায়ী পরিবারের কান্না

Murshidabad News  পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে শোকে পাথর পরিযায়ী শ্রমিকদের পরিবার কী চাইছে?

Murshidabad News   দুর্দশা আর অসহায়তার মাঝেই এখন  চোখের জল নিত্য সঙ্গী মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের। মৃত সাফিজুল সেখের স্ত্রী উর্মিলা খাতুন বলেন, ” ২ লক্ষ টাকায় চলবে না। সন্তানদের মানুষ করতে হবে, নিজের কাজের জন্য বলেছি মন্ত্রীকে। আবেদন জানাতে বলেছেন মন্ত্রী।” একই কথা হাসান মল্লিকের স্ত্রী রেহেনা বিবিরও। তিনি জানান তাদের দুর্দশার কথা। বলেন ” তিনটে মেয়ে, একেবারে নিঃস্ব হয়ে গেছি। একটা কাজের ব্যবস্থার আর্জি জানিয়েছি মন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর কাছেও একই আবেদন। বাড়িতে কেউ নেই। একেবারে নিঃস্ব।”

Murshidabad News তদন্তের দাবি-

Murshidabad News শোকার্ত জাহেদ আলীর স্ত্রী করছেন তদন্তের দাবি। বলেন, “গ্যসে আগুন ধরে পুড়ে গেছে স্বামী। এই খবর পাই। তারপর আর কিছুই জানা নেই । তদন্ত হোক ঠিক কী ঘটেছিল’।  এক সপ্তাহেই ভিন রাজ্যে চলে গেল ৭ জন পরিযায়ী শ্রমিকের তরতাজা প্রাণ। শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানেই পুড়ে যান ৭ জন। ভিক্টোরিয়া হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃতদের পরিবার বলছে- কীভাবে দুর্ঘটনা ঘটেছে সত্যিটা জানতে চাই। কাজ চাই, তা না হলে ভেসে যাবে পরিবার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now