Murshidabad News নবাবি শহর মুর্শিদাবাদ। পর্যটন কেন্দ্র হওয়ায় রয়েছে বহু হোটেল। আর সেই সুযোগেই কিছু অসাধু চক্রের বাড়বাড়ন্ত! হোটেল ব্যবসার আড়ালে চলছে দেহ ব্যবসা! বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদে। আবারও খবর পেয়ে হানা পুলিশের। হোটেল ব্যবসার আড়ালে চলছিল মধুচক্রের আসর। লালবাগে হোটেল বন্ধ করে দিল প্রশাসন। লালবাগে একটি হোটেলে হানা দিয়ে হোটেল ম্যানেজার সহ ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ৭ জন মহিলাকেও। লালবাগের এসডিপিও অকোলকর রাকেশ মহাদেব জানিয়েছেন বুধবার দুপুরে মুর্শিদাবাদের আইসির নেতৃত্বে মতিঝিল রোডের একটি হোটেলে রেড করে ৭ জন মহিলাকে উদ্ধার করা হয়। তবে হোটেল মালিক পলাতক।
Murshidabad News ১০ দিনের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার ধৃতদের লালবাগ কোর্টে তোলা হয়। লালবাগের হোটেলগুলিতে নজরদারি বাড়ানো এবং এই ধরনের কাজকর্ম রুখতে লাগাতার রেড চলবে বলে জানিয়েছেন এসডিপিও অকোলকর রাকেশ মহাদেব। তিনি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান হয়েছে। ধৃতদের মধ্যে হোটেল ম্যানেজার রাণাঘাটের বাসিন্দা। বাকিরা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের বাসিন্দা। পুরো ঘটনার তদন্ত চলছে।
Murshidabad News উল্লেখ্য, গত শনিবারও লালবাগ স্টেশন সংলগ্ন এলাকার একটি হোটেলে হানা দিয়ে হোটেল মালিক, কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল ৬ জন মহিলাকেও। একের পর এক হোটেলের পর্দাফাঁস হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অন্যদিক জেলার প্রধান পর্যটন কেন্দ্রে এই ধরনের ঘটনা সামনে আসায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে উৎকণ্ঠা। প্রশ্ন উঠছে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়েও।