এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News সাহেবনগর কাণ্ডে ৫ বছর পর গ্রেফতার তহিরুদ্দিন মণ্ডল

Published on: September 28, 2025
Murshidabad News 

Murshidabad News পাঁচ বছর পর পুলিশের হাতে মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেবনগরে ( বর্তমানে সাগরপাড়া থানার অধীনে) খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফেরার তহিরুদ্দিন মণ্ডল। কলকাতা থেকে গ্রেফতার করা হল তাঁকে। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার একটি বিশেষ দল বিধাননগর থানার এখতিয়ারের অধীনে অভিযান চালিয়ে পলাতক আসামিকে আটক করে। ধৃতকে স্থানীয় কোর্টে হাজির করা হবে আগামীকাল। 

Murshidabad News  উল্লেখ্য,   ২০২০ সালের ২৯ শে জানুয়ারি,  জলঙ্গি থানা (বর্তমানে সাগরপাড়া থানা) এলাকার সাহেবনগর বিশ্বাসপাড়ায় একজনকে খুনের অভিযোগ হয়।   এই ঘটনায় ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে জলঙ্গি থানায় মামলা নং ৪৭/২০ দায়ের করা হয়। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয় এবং ৮ জন অভিযুক্ত স্থানীয় কোর্টে আত্মসমর্পণ করে। খুনের ঘটনায় মূল অভিযুক্ত  ছিলেন সাগরপাড়ার ধনীরামপুরের বালিবোনার বাসিন্দা, তৎকালীন জলঙ্গী ব্লক তৃণমূলের সভাপতি তাহিরুদ্দিন মণ্ডল । যিনি ঘটনার পর থেকেই ছিলেন পলাতক।  ০১.১০.২০২১ তারিখে তাহিরুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় এবং পরবর্তীতে তাকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়। অবশেষে পাঁচ বছর পর গ্রেফতার হলেন তাহিরুদ্দিন মণ্ডল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now