Murshidabad News জয়েন্টের প্রথম দশে নেই মুর্শিদাবাদের কেউ

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News মাধ্যমিকের মন খারাপ মিটিয়ে ছিল উচ্চমাধ্যমিক। ২০২৫ এর মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে ছিল না মুর্শিদাবাদের কোনও পড়ুয়া। তবে উচ্চ মাধ্যমিকে West Bengal Council of Higher Secondary Education প্রথম দশে ছিল  মুর্শিদাবাদের দুই কৃতি পড়ুয়া। যদিও জয়েন্ট এন্ট্রান্সের The West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)  মেধা তালিকায় প্রথম দশে নেই মুর্শিদাবাদের কোনও ছাত্রছাত্রী।

Murshidabad News এই বছর  ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা দেন ১,০১, ৬৪৩ জন। ফল প্রকাশে দেরী হওয়ার বাড়ছিল অসন্তোষ। আদালতের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি এসেছে।   শুক্রবার প্রকাশিত হয় ফল। দেখা যায়  উত্তীর্ণ হয়েছেন ১,০০,৫০২ জন। মেধাতালিকায় প্রথমে নাম রয়েছে  পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তীর । দ্বিতীয় হয়েছেঞ  নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় হয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। যদিও প্রথম দশে মুর্শিদাবাদ জেলার কোনও পড়ুয়া নেই।

 

Murshidabad News উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম মুর্শিদাবাদের কাশিমবাজার নিমতলা হাইস্কুলের অঙ্কুর ঘোষ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯। রাজ্যে দশম স্থান অধিকার করেছেন  কান্দি রাজ হাইস্কুলের ছাত্র অভিষেক দাস, তাঁর প্রাপ্ত নম্বর  ৪৮৮। জয়েন্টে প্রথম দশে মুর্শিদাবাদ জেলার কোনও পড়ুয়া না থাকায় আক্ষেপ শিক্ষা মহলে।