Murshidabad News ভাড়াটের ভান করে এই কাণ্ড শহর মুর্শিদাবাদে!

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News আবাসিক এলাকায় ভাড়াটে সেজে দিনের পর দিন ধরে চলছিল অসামাজিক কাজকর্ম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানেই হল পর্দাফাঁস। ফের দেহ ব্যবসার অভিযোগ মুর্শিদাবাদ শহরে। মুর্শিদাবাদ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৬ আগস্ট, ২০২৫ তারিখে, আনুমানিক রাত ৯:০০ টায়, মুর্শিদাবাদ থানার পুলিশ মুর্শিদাবাদ স্টেশন রোডের তিনটি আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে জানা যায় যে ভাড়াটে থাকার ভান করে এই স্থানগুলিতে দেহ ব্যবসার জন্য ব্যবহার করা হচ্ছিল। অভিযানের সময়, আটজন মহিলাকে উদ্ধার করা হয় এবং দুজন বাড়ির মালিক সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Murshidabad News কীভাবে আবাসনের মধ্যে এই কারবার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, গত ৭ ই জুন মুর্শিদাবাদ জংশন রেলস্টেশন সংলগ্ন এক বেসরকারি হোটেলে মধুচক্রের অভিযোগে হানা দেয় মুর্শিদাবাদ থানার পুলিশ। সেখান থেকে দু’জন মহিলাকে উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে আটক করা হয়। এরপরেই ২১ শে জুন, ভাড়াটিয়া সাজিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে মুর্শিদাবাদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়ালতুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৪ জনকে।